বিমানে বমি মেসির, কেন জানেন
আজ এই শহর তো কাল অন্য শহর। ক্রমাগত উড়ে বেড়াতেই তিনি অভ্যস্ত। কিন্তু সেই মেসিই যে বিমানযাত্রার ধাক্কায় নাজেহাল হয়ে যাবেন তা কে জানত। বুধবার ভোরে বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে কঠিন লড়াই আর্জেন্টিনার। সোমবার কলম্বিয়া ম্যাচ খেলতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে বিমানে স্যান জুয়ান যাচ্ছিল আর্জেন্টিনা দল। বিমানে ওঠার পরই বিপত্তি। মাত্রাতিরিক্ত লাফালাফি শুরু করে দেয় মেসিদের বিমান। যার ঠেলায় অসুস্থ হয়ে পড়েন মেসিসহ অধিকাংশ ফুটবলার। মেসির নিজের বমি হয়ে যাওয়ার উপক্রম হয়। বমি করার ঠোঙার খোঁজ করতে শুরু করেন তিনি। শেষপর্যন্ত বিমান থেকে নেমে যেন হাঁফ ছেড়ে বাঁচেন মেসি।
এদিকে, চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। পরীক্ষার সামনে লিওনেল মেসি। বুধবার ভোরে বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে নীলসাদা জার্সিধারীদের সামনে কলম্বিয়া। ব্রাজিলের কাছে শেষ ম্যাচে ধরাশায়ী হয়ে এবার মাঠে নামছে মারাদোনার দেশ। এগারো ম্যাচে ষোল পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে ছয় নম্বরে রয়েছে ব্রাজিল বিশ্বকাপের রানার্সরা। এই পরিস্থিতিতে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসিদের কাছে।
আরও পড়ুন- 'সেক্স ব্যান' নীতিতেই মেসির বাজিমাত!
বুধবারের ম্যাচে পয়েন্ট নষ্ট মানে চাপ আরও বাড়বে। ব্রাজিলের বিরুদ্ধে একদমই ছন্দে পাওয়া যায়নি মেসিকে। খারাপ জায়গা থেকে দেশকে টেনে তোলার চ্যালেঞ্জ এলএম টেনের সামনে। প্রতিপক্ষ দলে রয়েছেন হামেস রডরিগেজের মতো ফুটবলার। কোচের দায়িত্বে অতীতে আর্জেন্টিনার দায়িত্বে থাকা পেকারম্যান। সব মিলিয়ে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে মেসিদের সামনে।