স্ত্রীর খেলা দেখতে নিজের খেলা থেকে ছুটি নিলেন মিচেল স্টার্ক!

অস্ট্রেলিয়া দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে। টি-টোয়েন্টি সিরিজের পর এখন চলছে একদিনের সিরিজ।

Updated By: Mar 6, 2020, 03:52 PM IST
স্ত্রীর খেলা দেখতে নিজের খেলা থেকে ছুটি নিলেন মিচেল স্টার্ক!

নিজস্ব প্রতিবেদন: এ যেন বসন্ত এসে গেছে ... বসন্ত মানেই ভালোবাসার রঙিন ছোঁয়া। বসন্তের সেই রঙিন ছোঁয়া এবার ডনের দেশেও। রবিবার আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া দলে রয়েছেন এলিসা হিলি। এলিসার আরও একটা পরিচয় রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার পুরুষ দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী। বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর খেলা দেখতে দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে দেশে ফিরছেন স্টার্ক।

অস্ট্রেলিয়া দল (পুরুষ) এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে। টি-টোয়েন্টি সিরিজের পর এখন চলছে একদিনের সিরিজ। তিন ম্যাচের প্রথম দুটো জিতে ওয়ান ডে সিরিজ পকেটে পুরে নিয়েছে প্রোটিয়ারা। শনিবার নিয়মরক্ষার শেষ ম্যাচ প্রচেফস্ট্রুমে রয়েছে। এদিকে রবিবার মেলবোর্নে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। যেখানে খেলবেন এলিসা হিলি। জীবনে এরকম সুযোগ বার বার আসে না। তাই এই সময় স্ত্রীর পাশে থাকার জন্য অনুরোধ করেন স্টার্ক। স্টার্কের অনুরোধে সাড়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছুটি মঞ্জুর হয়েছে। রবিবার মেগা ফাইনালে মাঠে থাকবেন মিচেল স্টার্ক।


অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, এই বছর ক্রিকেটের তিন ফরম্যাটেই প্রচুর পরিশ্রম করেছেন মিচেল স্টার্ক। তাই হয়তো তাঁর বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। আর অস্ট্রেলিয়া দলে পেস বিভাগে জোস হ্যাজেলউড, কেইন রিচার্ডসন এবং জেই রিচার্ডসন সহ বেশ কয়েকজন বিকল্প রয়েছে।     

আরও পড়ুন - আজই শেষ ম্যাচ! বিদায়বেলাতেও ভারতের কাছে হার কষ্ট দিচ্ছে বাংলাদেশের প্রিয় ক্যাপ্টেনকে

.