চার বলে চার উইকেট, ৩০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ভূস্বর্গের পেসার
সোয়াই মানসিং স্টেডিয়ামে ৯৯তম ওভারের পর পর চারটি বলে চার উইকেট তুলে নেন মুদাশির।
নিজস্ব প্রতিনিধি : ২০১৮-১৯ রনজি মরশুমে এই প্রথম হ্যাটট্রিক। তবে জম্মু-কাশ্মীরের পেসার মহম্মদ মুদাশির যে শুধু হ্যাটট্রিক করলেন, তা নয়। তিনি একইসঙ্গে রনজি ট্রফির ইতিহাসেও নাম তুলে ফেললেন। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে মুদাশির পর পর চার বলে নিলেন চার উইকেট। মুদাশিরের শিকার হলেন রাজস্থানের চেতন বিস্ত, তেজিন্দর সিং, রাহুল চাহার ও তানভির মাশার্ত-উল-হক। রনজি ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। পর পর চার বলে কোনও বোলার চারটি উইকেট পেলেন। এর আগে ১৯৮৮ সালে দিল্লি বনাম হিমাচল প্রদেশের ম্যাচে এমন রেকর্ড করেছিলেন শঙ্কর সাইনি। দিল্লির পেসার হিসাবে তিনি এমন রেকর্ড গড়েছিলেন।
আরও পড়ুন- হরভজন বাঁদর বলে ডেকেছিলেন, সাইমন্ডস তার পর থেকেই মদ্যপ!
সোয়াই মানসিং স্টেডিয়ামে ৯৯তম ওভারের পর পর চারটি বলে চার উইকেট তুলে নেন মুদাশির। রাজস্থানের ইনিংস থামল ৩৭৯ রানে। ২৯ ওভার বল করে মুদাশির পাঁচ উইকেট নিলেন। দিয়েছেন ৯০ রান। এদিন ১৫৯ রানের মাথায় চেতন বিস্তকে আউট করে রাজস্থানকে বড় ধাক্কা দেন মুদাশির। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই নিয়ে পাঁচবার পাঁচ উইকেট পেলেন মুদাশির। যদিও মুদাশিরের এমন দারুন পারফরম্যান্সের দাম দিতে পারলেন না জম্মু-কাশ্মীরের ব্যাটসম্যানরা। মাত্র ১৪৮ রানে ছয় উইকেট হারিয়ে চাপ পড়ে গেল তারা। অধিনায়ক পারভেজ রসুল অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করলেন। চাহারের বলে তিনি আউট হলেন ব্যক্তিগত ৪৭ রানের মাথায়। লেগ-স্পিনার চাহার তিনটি উইকেট পেয়েছেন।
আরও পড়ুন- এক স্পেশাল ফ্যান-কে আজীবন বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত উপহার দিয়ে গেলেন ধোনি