জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে, আগেভাগে বাগদান সারলেন মোহনবাগানের শুভাশিস

বহুদিনের প্রেম এবার পরিণতি পেল।

Updated By: Jul 1, 2021, 01:51 PM IST
জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে, আগেভাগে বাগদান সারলেন মোহনবাগানের শুভাশিস

নিজস্ব প্রতিবেদন: বহুদিনের প্রেম এবার পরিণতি পেল। চলতি মরসশুমেই বিয়ে সারতে চলেছেন এডিকে মোহনবাগানের (ATK MB) ফুটবলার শুভাশিস বোস (Subhashis Bose)। আগেভাগে সেরে রাখলেন বিয়ের বাগদান (Engagement) পর্ব। বুধবার নিজেদের সোশাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এটিকে এমবি। শুভাশিসের বাগদানের ছবি পোস্ট করে নবদম্পতিকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে  এটিকে মোহনবাগান। 

শুভাশিসের হবু বউ হতে চলেছেন কস্তুরি ছেত্রী (Kasturi Chhetri)। পেশায় মডেল ও অভিনেত্রী কস্তুরি শিলিগুড়ির বাসিন্দা। যদিও বর্তমানে পেশাসূত্রে মুম্বইতেই রয়েছেন তিনি। একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ও বহু বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুন: প্রশংসাতেও খোঁচা! ফের ভারতীয় দলকে নিয়ে বিতর্কিত টুইট মাইকেল ভনের

সোশাল প্রোফাইল দেখেই বোঝা যায় তাঁদের প্রেমটা বহুদিনের। এর আগে গত বছর আইএসএলেও শুভাশিসের হয়ে সমর্থনে গলা ফাটিয়েছেন কস্তুরি। তারপরেও বহুবার তাঁদেরকে একসঙ্গে দেখা গিয়েছে। এবার সেই প্রেমই বিবাহে পরিণত হতে চলেছে।   

আরও পড়ুন:  UEFA EURO 2020: ফুটবল দেখতে গিয়েই COVID-19 আক্রান্ত শয়ে শয়ে Scotland সমর্থক!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
.