আই-লিগে চার্চিলের কাছে ২-১ গোলে হার মোহনবাগানের

আইলিগে অঘটন। চার্চিলের কাছে এক-দুই গোলে হেরে গেল মোহনবাগান। চলতি আইলিগে এটাই প্রথম হার সঞ্জয় সেনের দলের। সব শেষে আরব সাগর তীরে ডুবে গেল নৌকা। গোয়ায় ডুবল নৌকো। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অঘটন খটিয়ে মোহনবাগানকে দুই-এক গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স। চলতি আই লিগে প্রথম ম্যাচ হারল সবুজমেরুন। বাগানের হারে আরও জমে গেল চলতি আই লিগটা। তিলক ময়দানে ম্যাচের প্রথমার্ধে প্রবীর দাসের গোলে মোহনবাগানের এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে চার্চিলের দুরন্ত কামব্যাক। তারপর আটাত্তর মিনিটে স্টেডিয়ামের আলো নিভে যাওয়া।

Updated By: Mar 4, 2017, 11:34 PM IST
আই-লিগে চার্চিলের কাছে ২-১ গোলে হার মোহনবাগানের

ওয়েব ডেস্ক : আইলিগে অঘটন। চার্চিলের কাছে এক-দুই গোলে হেরে গেল মোহনবাগান। চলতি আইলিগে এটাই প্রথম হার সঞ্জয় সেনের দলের। সব শেষে আরব সাগর তীরে ডুবে গেল নৌকা। গোয়ায় ডুবল নৌকো। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অঘটন খটিয়ে মোহনবাগানকে দুই-এক গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স। চলতি আই লিগে প্রথম ম্যাচ হারল সবুজমেরুন। বাগানের হারে আরও জমে গেল চলতি আই লিগটা। তিলক ময়দানে ম্যাচের প্রথমার্ধে প্রবীর দাসের গোলে মোহনবাগানের এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে চার্চিলের দুরন্ত কামব্যাক। তারপর আটাত্তর মিনিটে স্টেডিয়ামের আলো নিভে যাওয়া।

আরও পড়ুন- একদিনের ক্রিকেটে ফের ICC তালিকায় এক নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা

শনিবার সন্ধ্যায় গোয়ায় নাটকের কমতি ছিল না। সব শেষে আরব সাগর তীরে ভেঙে পড়ল সবুজমেরুন। ডেরেক ম্যাজিকর ওপর ভর করে নাটকীয় জয় ছিনিয়ে নেয় চার্চিল। ম্যাচের শুরুটা দেখে অবশ্য মনে হয়নি চলতি আই লিগের প্রথম ধাক্কাটা শনিবারই খাবেন সোনি, ডাফিরা। চব্বিশ মিনিটে সোনি নর্ডির মাপা সেন্টার থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন প্রবীর দাস। এগিয়ে গিয়েও অবশ্য জেজেদের চেনা ছন্দে পাওয়া যায়নি শনিবার। মাঝমাঠে খেলাও দানা বাধছিল না। সেই সুযোগে দ্বিতীয়ার্ধে চার্চিলের কামব্যাক। এগারো মিনিটে মিনিটে ঝড়ে ভেঙে পড়ল মোহনবাগান রক্ষণ। পষট্টি মিনিটে অ্যান্টনি উলফের গোলে সমতা ফেরায় হোম টিম। চুয়াত্তর মিনিটে চেস্টারপল লিংন্ডোর গোলে এগিয়ে যায় ডেরেকের দল। দুটো গোলের ক্ষেত্রেই বেশ কিছুটা দায়ী মোহনবাগান ডিফেন্স। এরপরই নিভে যায় আলো। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর শুরু হয় ম্যাচ। সঞ্জয় সেনের দল অবশ্য ম্যাচে ফিরতে পারেনি। এই হারের পর দশ ম্যাচে একুশ পয়েন্টে দাঁড়িয়ে সবুজমেরুন।

.