ঝড়ে গাছ পড়ে ভাঙল মোহনবাগান তাঁবুর একাংশ

প্রবল ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ভাঙল মোহনবাগান তাঁবুর একাংশ। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ে একটি কৃষ্ণচুড়া গাছ ভেঙে পড়ে তাঁবুর ওপর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ক্লাবের মাঠ সচিবের ঘর। ক্লাবের বেশ কিছু ছবিও ভেঙে গিয়েছে।

Updated By: Apr 24, 2012, 09:50 PM IST

প্রবল ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ভাঙল মোহনবাগান তাঁবুর একাংশ। মঙ্গলবার
সন্ধ্যায় ঝড়ে একটি কৃষ্ণচুড়া গাছ ভেঙে পড়ে তাঁবুর ওপর। সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্থ হয়েছে ক্লাবের মাঠ সচিবের ঘর। ক্লাবের বেশ কিছু ছবিও ভেঙে
গিয়েছে। ইডেন গার্ডেন্সে বোর্ডের টি-২০ ম্যাচ থাকায় মোহনবাগান ক্লাব তাঁবু বন্ধ ছিল। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।
অন্যদিকে ঝড়বৃষ্টিতে ইডেনের ভেনু অপারেটিং সেন্টারের অস্থায়ী কাঠামোও ভেঙে পড়ে। এর জেরে ২ জন আহত হন। সিএবির মেডিক্যাল ইউনিটে একজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু অপর একজনের পায়ে আঘাত লাগায় তাঁকে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

.