IPL 2022 Final দেখলেন লক্ষাধিক দর্শক! ক্রিকেট ইতিহাসে Narendra Modi Stadium

১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে এদিন ম্যাচ দেখতে এলেন ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ জন। যা সাদা বলের ক্রিকেটে রেকর্ড সৃষ্টিকারী ইতিহাস। এর আগে সাদা বলের ক্রিকেটে অনুষ্ঠিত কোনও ম্যাচে এত দর্শক আসেননি। মোতেরা লিখে ফেলল অনন্য় ইতিহাস।

Updated By: May 29, 2022, 11:35 PM IST
IPL 2022 Final দেখলেন লক্ষাধিক দর্শক! ক্রিকেট ইতিহাসে Narendra Modi Stadium
মোতেরায় ম্যাজিক! ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ জন দর্শক দেখলেন আইপিএল ফাইনাল

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ফাইনাল (IPL 2022) । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মহারণে মুখোমুখি হয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। ১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে এদিন ম্যাচ দেখতে এলেন ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ জন। যা সাদা বলের ক্রিকেটে রেকর্ড সৃষ্টিকারী ইতিহাস। এর আগে সাদা বলের ক্রিকেটে অনুষ্ঠিত কোনও ম্যাচে এত দর্শক আসেননি। মোতেরা লিখে ফেলল অনন্য় ইতিহাস।

দেখে নেওয়া যাক সাদা বলের ক্রিকেটে এর আগে সর্বাধিক দর্শক সমাগমের ম্যাচ:

১ লক্ষ দর্শক: ভারত-দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯৩-৯৪
১ লক্ষ দর্শক: ভারত- ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, ১৯৯৩-৯৪
১ লক্ষ দর্শক: ভারত-শ্রীলঙ্কা, কলকাতা, বিশ্বকাপ সেমি-ফাইনাল, ১৯৯৫-৯৬
১ লক্ষ দর্শক: ভারত-অস্ট্রেলিয়া, কলকাতা, ২০০৩-০৪
৯০ হাজার দর্শক: ভারত-পাকিস্তান, কলকাতা, ১৯৮৬-৮৭
৯০ হাজার দর্শক: ভারত-দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯১-৯২ 
৮৭ হাজার ৮১২ দর্শক: ইংল্যান্ড বনাম পাকিস্তান (বিশ্বকাপ ফাইনাল) মেলবোর্ন, ১৯৯১-৯২
৮৬ হাজার ১২২ দর্শক: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, মেলবোর্ন, ১৯৮৩-৮৪

আরও পড়ুন: Watch: মোতেরায় লক্ষাধিক দর্শকের গলায় Vande Mataram! সৌজন্যে AR Rahman, গায়ে কাঁটা দেবে ভিডিও

আরও পড়ুন: Hardik Pandya: বল হাতে মোতেরায় ম্যাজিক হার্দিকের! আইপিএল ফাইনালে লিখলেন ইতিহাস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.