এক শিকারেই 'শৃঙ্গজয়' হবে ধোনির

কদিনের আন্তর্জাতিকে দশ হাজার রানের শৃঙ্গে পৌঁছতে ধোনির প্রয়োজন কেবল ৯৮ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ধোনি হবেন চতুর্থ ভারতীয় যিনি ১০ হাজারি ক্লাবে ব্যাট রাখবেন। এর আগে সচিন-সৌরভ-রাহুলের এই রেকর্ড আছে। 

Updated By: Feb 7, 2018, 01:42 PM IST
এক শিকারেই 'শৃঙ্গজয়' হবে ধোনির

নিজস্ব প্রতিবেদন: ৪০০ শিকারের মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ত তিনিই ভারতীয় ক্রিকেটের সবথেকে উচু শৃঙ্গ, যার দখলে রয়েছে ৩৯৯ শিকার (২৯৪ ক্যাচ প্লাস ১০৫ স্ট্যাম্পিং)। নিউল্যান্ডস-এ আর মাত্র এক শিকার করলেই ধোনি হবেন ভারতীয় ক্রিকেটের একমাত্র উইকেট রক্ষক, যার রেকর্ডে থাকবে ৪০০ শিকারের বিরাট নজির।   

আরও পড়ুন- শেষ টেস্টে শতরান না পাওয়ার দুঃখ আজও গেল না: সৌরভ

বুধবার কেপ টাউনের নিউল্যান্ডসে একটা শিকার তালুবন্দি করতে পারলেই হবে কেল্লাফতে করবেন ধোনি।  যা আগে কোনও ভারতীয় ক্রিকেটার কখনও করেননি, সেটাই আজ ধোনির হাত দিয়ে হতে চলেছে। সেই মহেন্দ্রক্ষণ দেখতে উদগ্রীব ভারতীয় ক্রীড়ামহল। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ শিকারের একমাত্র ভারতীয় শিকারি হতে চলেছেন মাহি। 

আরও পড়ুন- 'ফাইনালে সেরা ম্যাচ খেলেনি ভারত', বিশ্বকাপ জয়ের পর 'বিস্ফোরক' দ্রাবিড়

বিশ্ব ক্রিকেটের প্রথম সারির শিকারিদের মধ্যে ধোনি এখন চার নম্বরে। মাহির আগে আছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪), অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪৭২) এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪৮২)। 

আরও পড়ুন-  ব্যাট ছেড়ে 'প্যাড' ধরবেন বিরাট? চ্যালেঞ্জ দিলেন রবি

উল্লেখ্য, এই দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি ধোনির সামনে রয়েছে ১০ হাজারি ক্লাবে ঢুকে পড়ারও হাতছানি। একদিনের আন্তর্জাতিকে দশ হাজার রানের শৃঙ্গে পৌঁছতে ধোনির প্রয়োজন কেবল ৯৮ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ধোনি হবেন চতুর্থ ভারতীয় যিনি ১০ হাজারি ক্লাবে ব্যাট রাখবেন। এর আগে সচিন-সৌরভ-রাহুলের এই রেকর্ড আছে। 

সচিন তেন্ডুলকর -  ১৮, ৪২৬
সৌরভ গাঙ্গুলি - ১১, ৩৬৩ 
রাহুল দ্রাবিড় - ১০, ৮৮৯ 
মহেন্দ্র সিং ধোনি - ৯,৯০২

.