মুম্বইয়ের কাছে শেষ দিকে ভয় পেয়েই হারতে হল, বললেন গৌতম গম্ভীর

দশম আইপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট লায়ন্সকে তাদের ঘরের মাঠেই উড়িয়ে দিয়েছিল ১০ উইকেটে। গৌতম গম্ভীর এবং ক্রিস লিনের দুর্দান্ত ব্যাটিং, আইপিএলের ইতিহাসে রেকর্ড হয়েছে। দ্বিতীয় ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ম্যাচের শেষ লগ্নে এসে নীতিন রানা এবং হার্দিক পাণ্ডিয়া সবকিছু এলোমেলা করে দিয়ে ম্যাচ জিতিয়ে দেন মুম্বইকে।

Updated By: Apr 10, 2017, 02:19 PM IST
 মুম্বইয়ের কাছে শেষ দিকে ভয় পেয়েই হারতে হল, বললেন গৌতম গম্ভীর

ওয়েব ডেস্ক: দশম আইপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট লায়ন্সকে তাদের ঘরের মাঠেই উড়িয়ে দিয়েছিল ১০ উইকেটে। গৌতম গম্ভীর এবং ক্রিস লিনের দুর্দান্ত ব্যাটিং, আইপিএলের ইতিহাসে রেকর্ড হয়েছে। দ্বিতীয় ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ম্যাচের শেষ লগ্নে এসে নীতিন রানা এবং হার্দিক পাণ্ডিয়া সবকিছু এলোমেলা করে দিয়ে ম্যাচ জিতিয়ে দেন মুম্বইকে।

আরও পড়ুন বাবরের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল পাকিস্তান

এমন হারের পর নাইট ক্যাপ্টেন গৌতম গম্ভীরের দাবি, শেষ দিকে ভয় পেয়ে যাওয়াতেই ম্যাচ হেরে গিয়েছে তাঁর দল। ম্যাচ শেষে গৌতম গম্ভীর বলেছেন, 'আমরা খারাপ রান তুলিনি স্কোরবোর্ডে। কিন্তু শেষদিকে নীতিন রানা এবং হার্দিক দুর্দান্ত ব্যাটিং করল। তবু, হার্দিকের ক্যাচটা সেই মুহূর্তে মিস না করলে, ম্যাচের রেজাল্ট অন্যরকম হতেই পারত। মাঠে শিশির পড়ছিল। স্পিনারদের অসুবিধা হচ্ছিল। এগুলো ঠিকই। তবু, শেষদিকে আমরা যেন ভয় পেয়ে গেলাম। তাই ম্যাচটা হারতে হল।'

আরও পড়ুন  রানা, হার্দিকরা এমনটা আরও করবে, বলছেন রোহিত শর্মা

.