মাত্র ২ রানে অল আউট গোটা টিম!

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নাগাল্যান্ড। কোনও রান যোগ না করেই পর পর উইকেট পড়তে থাকে। অবশেষে ১৮ বল খেলে ১ রান করেন ব্যাটসম্যান মেনকা নামে এক খেলোয়াড়। অপর রানটি আসে অতিরিক্ত হিসেবে। স্কোর দাঁড়ায় ১৭ ওভারে ২ রানে অল আউট।

Updated By: Nov 24, 2017, 02:53 PM IST
মাত্র ২ রানে অল আউট গোটা টিম!

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনার নজির কম। ভারতে বিরল বললেও অনুচিত হয় না। ১৭ ওভার ব্যাট করে মাত্র ২ রানে অল আউট হয়ে গেল গোটা দল। বিসিসিআই পরিচালিত অনূর্ধ্ব-১৯ মহিলা একদিনের লিগ ও নক আউট টুর্নামেন্টে এমনই কাণ্ড ঘটালেন নাগাল্যান্ডের ক্রিকেটাররা।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে চলছে এই টুর্নামেন্ট। সেখানেই শুক্রবার কেরলের বিরুদ্ধে খেলতে নামে নাগাল্যান্ড মেয়েরা। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নাগাল্যান্ড। কোনও রান যোগ না করেই পর পর উইকেট পড়তে থাকে। অবশেষে ১৮ বল খেলে ১ রান করেন ব্যাটসম্যান মেনকা নামে এক খেলোয়াড়। অপর রানটি আসে অতিরিক্ত হিসেবে। স্কোর দাঁড়ায় ১৭ ওভারে ২ রানে অল আউট।

আরও পড়ুন- নাগপুরে তিন পরিবর্তন ভারতীয় দলে, টসে জিতে ব্যাট শ্রীলঙ্কার

কেরলের হয়ে সৌরভ্যা পি ৬ ওভার বল করে ২টি উইকেট নিয়েছেন। অধিনায়ক মিন্নু মাণি ৪ ওভারে নিয়েছে ৪ উইকেট। তাদের হয়ে একমাত্র সুরেন্দ্রন ৩ ওভারে ২ রান দিয়েছে।

৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় কেরল।

.