অনূর্ধ্ব-উনিশ দলের নির্বাচনে হাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়

তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পর থেকে এবার অনেক সাবধানী রাহুল দ্রাবিড়। তাই অনূর্ধ্ব-উনিশ দলের নির্বাচনে হাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনূর্ধ্ব উনিশ দলের কোচ হিসাবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গেছে মার্চ মাসে। তারপর তাঁর চুক্তির নবীকরনও হয়নি। তাই বিতর্ক এড়াতেই দল নির্বাচনে গেলেন না দ্রাবিড়।

Updated By: Jun 16, 2017, 10:11 AM IST
 অনূর্ধ্ব-উনিশ দলের নির্বাচনে হাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়

ওয়েব ডেস্ক: তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পর থেকে এবার অনেক সাবধানী রাহুল দ্রাবিড়। তাই অনূর্ধ্ব-উনিশ দলের নির্বাচনে হাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনূর্ধ্ব উনিশ দলের কোচ হিসাবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গেছে মার্চ মাসে। তারপর তাঁর চুক্তির নবীকরনও হয়নি। তাই বিতর্ক এড়াতেই দল নির্বাচনে গেলেন না দ্রাবিড়।

আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে, কে কে জায়গা পেলেন জানুন

বোর্ডকে দ্রাবিড় জানিয়েছেন যেহেতু তিনি আর যুব দলের কোচ নন তাই নির্বাচনে তাঁর থাকা উচিত হবে না। আগামী মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব উনিশ দল। শুক্রবার দল নির্বাচনে বসবেন নির্বাচকরা।

আরও পড়ুন  সচিন তেন্ডুলকরের পর এবার যুবরাজের কাছে বিশ্বকাপ দাবি করলেন সৌরভ গাঙ্গুলি

.