একদিনের ক্রিকেটে ৪৯০ রান করে বিশ্বরেকর্ড

অল্পের জন্য হয়তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ রান হল না।

Updated By: Jun 9, 2018, 10:36 AM IST
একদিনের ক্রিকেটে ৪৯০ রান করে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদন :  ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ল নিউ জিল্যান্ড। একদিনের ক্রিকেটে দলগত সর্বোচ্চ রান এখন কিউইদের দখলে। ছেলেদের ছাপিয়ে কিউই কন্যাদের সংগ্রহ ৪৯০ রান।

ছেলেদের অনেক আগেই একদিনের ক্রিকেটে চারশ রানের ইনিংস উপহার দিয়েছিল মেয়েরা। নিউ জিল্যান্ডের মেয়েরাই গড়েছিল সেই রেকর্ড রান। নিজেদের সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন কিউই কন্যারা। ডাবলিনে শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ৪৯০ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছে নিউ জিল্যান্ড। ১৯৯৭ সালে জানুয়ারি মাসে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ৪৫৫ রান তুলেছিল নিউ জিল্যান্ড। ২১ বছর পর সেই রেকর্ড ভাঙল। ছেলেদের ওয়ানডেতে এখনও দলগত সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান তোলে ইংরেজরা।

আরও পড়ুন - ডান কানে আঘাত পেলেন বিরাট কোহলি!

১১৩ বলে ১৭২ রানের ওপেনিং পার্টনারশিপ সুজি বেটস ও জেস ওয়াটকিনের। ৫৯ বলে ৬২ রান করে আউট হন ওয়াটকিন। এরপর দ্বিতীয় উইকেটে বেটস ও ম্যাডি গ্রিনের ১১৬ রানের জুটি। সেঞ্চুরি করেছেন দুজনেই। অধিনায়ক বেটস করেন ৯৪ বলে ১৫১ রান। গ্রিন ৭৭ বলে ১২১ রান করেন।শেষ দিকে অলরাউন্ডার অ্যামেলিয়া কার ৪৫ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে রেকর্ডের দিকে নিয়ে যান।

শেষ ১০ ওভারে নিউ জিল্যান্ড ১১০ রান করে। যদিও ৪৯ তম ওভারে আসে মাত্র ৪ রান। তাই অল্পের জন্য হয়তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ রান হল না। ৩৫.৩ ওভারে মাত্র ১৪৪ রানে শেষ আইরিশদের ইনিংস। ৩৪৬ রানে ম্যাচ জিতে নেয় বেটস-গ্রিনরা। 

.