দুর্ভেদ্য বুঁফো, ৫ বার শট নিয়েও গোল পেলেন না মেসি, ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা
মিরাক্যাল একবারই হয়। প্যারিস সাঁজাকে ৪-০ গোলে উড়িয়ে অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিলেন মেসিরা। এবার জুভেন্তাসের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল লুই এনরিকের দল। প্রথম লেগে ০-৩ গোলে হেরে যায় বার্সিলোনা। ৪-০ গোলে জয়ের টার্গেট নিয়ে মাঠে নামলেও, বার্সার যাবতীয় আক্রমণ জুভেন্তাসের জমাট ডিফেন্সের সামনে আটকে যায়। তিন কাঠির নীচে বুঁফোও ছিলেন দুর্ভেদ্য। গোল লক্ষ্য করে ৫ বার মেসি শট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। ম্যাচের শেষে কার্যত ভেঙে পড়েন নেইমাররা। এই নিয়ে পরপর দুই মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল মেসিদের।
ওয়েব ডেস্ক: মিরাক্যাল একবারই হয়। প্যারিস সাঁজাকে ৪-০ গোলে উড়িয়ে অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিলেন মেসিরা। এবার জুভেন্তাসের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল লুই এনরিকের দল। প্রথম লেগে ০-৩ গোলে হেরে যায় বার্সিলোনা। ৪-০ গোলে জয়ের টার্গেট নিয়ে মাঠে নামলেও, বার্সার যাবতীয় আক্রমণ জুভেন্তাসের জমাট ডিফেন্সের সামনে আটকে যায়। তিন কাঠির নীচে বুঁফোও ছিলেন দুর্ভেদ্য। গোল লক্ষ্য করে ৫ বার মেসি শট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। ম্যাচের শেষে কার্যত ভেঙে পড়েন নেইমাররা। এই নিয়ে পরপর দুই মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল মেসিদের।
We Barça Fans
We Camp Nou #ForçaBarça pic.twitter.com/WEFdq9Jo4Z— FC Barcelona (@FCBarcelona) April 19, 2017
Gerard Piqué acknowledges ‘tough defeat’ against ‘great side’ Juventus https://t.co/0YInPqVzKJ #ForçaBarça pic.twitter.com/DCyBHliZcS
— FC Barcelona (@FCBarcelona) April 19, 2017