বিদেশে সব দলই ব্যর্থ, সব দোষ ভারতের কেন? প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী
তবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে টেস্ট সিরিজে কেন হারতে হয়েছে?
নিজস্ব প্রতিবেদন : ডনের দেশে পৌঁছে টিম ইন্ডিয়ার হেডস্যার রবি শাস্ত্রী প্রশ্নটা ছুঁড়েই দিলেন। অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে রবিবার প্রথম অনুশীলনের পরই ভারতীয় দলের কোচের স্পষ্ট বার্তা, বিদেশে তো প্রায় সব দলই ব্যর্থ হয়, তবে ভারত হারলেই এত সমালোচনা কেন?
আরও পড়ুন - এটাই কি শতাব্দীর সব থেকে হাস্যকর ডেলিভারি? রাবাডার বোলিংয়ের পর উঠছে প্রশ্ন
২০১৮ সালের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে হার। ইংল্যান্ডেও ১-৪ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে ভারত। এ বার বছরের শেষে অস্ট্রেলিয়া সফর। স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ জেতার সুব্রন সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল। ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে রবিবার প্রথম অনুশীলনের শেষে রবি শাস্ত্রী বলেন, "এখন কোনও দলই বিদেশে সেভাবে জেতে না। নয়ের দশকে অস্ট্রেলিয়া কিছুটা দাপট দেখিয়েছে বিদেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকা ইদানিং সেটা করেছে। এই দুই দল ছাড়া গত পাঁচ-ছয় বছরে কোনও দলই বিদেশে গিয়ে দাপট দেখাতে পারেনি। তাহলে শুধু ভারতকে কেন বেছে নেওয়া হয়?"
India captain @imVkohli runs laps at the Gabba as the side have their first hit out of the tour. Here's what the coach had to say: https://t.co/0tc4q0EVfq #AUSvIND pic.twitter.com/UEl127ftrK
— cricket.com.au (@cricketcomau) November 18, 2018
তবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে টেস্ট সিরিজে কেন হারতে হয়েছে? এই প্রসঙ্গে শাস্ত্রীয় জবাব, " আগের দুই সফরে টেস্ট সিরিজের ফলাফল কিন্তু আসল ছবিটা তুলে ধরতে পারেনি। টেস্টে রীতিমতো লড়াই হয়েছিল। আমরা আসলে কয়েকটা জায়গায় একটু খারাপ খেলেছিলাম। যার ফলেই সিরিজে হারতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা চার দিনে হয়তো একদিন একটা সেশনে ঘণ্টাখানেকের জন্য জঘন্য খেলেছি। ব্যাটিংয়ে বা বোলিংয়ে ব্যর্থ হয়েছি। আর তারই ফল ভুগতে হয়েছে।" অস্ট্রেলিয়া সফরে ২১ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া।