ম্যাচ জিততে না পারার আফশোস বড় ম্যাচের নায়ক জঙ্গলমহলের পিন্টুর

জীবনের সেরা মুহূর্ত। গোলটা বাবা-মাকে উত্সর্গ করছি।

Updated By: Sep 2, 2018, 09:00 PM IST
ম্যাচ জিততে না পারার আফশোস বড় ম্যাচের নায়ক জঙ্গলমহলের পিন্টুর

সুখেন্দু সরকার

এ যেন গলি থেকে রাজপথের কাহিনি। মরশুমের প্রথম বড় ম্যাচের নায়ক এক বঙ্গসন্তান। রবিবারের বড় ম্যাচের সেরা ফুটবলার হলেন মোহনবাগানের ২১ বছর বয়সী পিন্টু মাহাতো। গত মরশুমে হাতে গোল কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এবারের কলকাতা লিগে জঙ্গলমহলের এই মিডফিল্ডার ভরসা দিচ্ছিলেন মোহনবাগানের মাঝমাঠে। রবিবার যুবভারতীতে ম্যাচের উনিশ মিনিটে লাল-হলুদ গ্যালারিতে 'পিন ড্রপ সাইলেন্স' - সৌজন্যে পিন্টু। পিন্টুর দুরন্ত গোলেই কলকাতা লিগের বড় ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান। গোল করে ম্যাচের সেরা হলেও ম্যাচ না জিততে পারার আফশোস পিন্টুর গলায়। ম্যাচ শেষে সাজঘরে দাঁড়িয়েই পিন্টু বললেন, "গোল করেছি ভাল লাগছে। ম্যাচ জিততে পারলে আরও ভাল লাগতো। তবে জীবনের সেরা মুহূর্ত। গোলটা বাবা-মাকে উত্সর্গ করছি।"   

আরও পড়ুন - EBvsMB: টানটান খেলা হলেও অমীমাংসিত রইল বছরের প্রথম কলকাতা ডার্বি

বছর আট আগের কথা। অশান্ত জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার ঢড়রাশোল গ্রাম থেকে একটি ছেলে মোহনবাগানের অনূর্ধ্ব-১৪ দলে ট্রায়াল দিতে কলকাতায় চলে এসেছিল। প্রথম দিনই তার খেলা মুগ্ধ করেছিল নির্বাচকদের। কিন্তু প্রতিশ্রুতিমান মিডফিল্ডারের সঙ্গে কথা বলতে গিয়ে অবাক হয়েছিলেন অনূর্ধ্ব-১৪ মোহনবাগানের কোচ অমিয় ঘোষ। তিনি জানতে পারেন, ট্রায়াল চলাকালীন হাওড়া স্টেশনে রাত কাটাতে হবে পিন্টুকে। স্টেশনে অবশ্য রাত কাটাতে হয়নি। নিজের বাড়িতেই ছেলেটিকে নিয়ে গিয়েছিলেন অমিয়বাবু। টানা তিন বছর রেখেছিলেন নিজের কাছে। এরপর মোহনবাগান অ্যাকাডেমি হয়ে গত তিন বছর মোহনবাগানের সিনিয়র দলে খেলছেন পিন্টু মাহাতো। সেই প্রতিশ্রুতিমান মিডফিল্ডারই এখন মোহনবাগানকে নয় বছর পরে কলকাতা প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। বাড়িতে বাবা চাষের কাজ করেন, মা গৃহবধূ। এক দিদিও আছেন বাড়িতে। সেই পিন্টু মাহাতো রবিবাসরীয় বিকেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডিপান্দা ডিকা, হেনরি কিসোকো, আল আমনাদের ছাপিয়ে তিনিই নায়ক হয়ে উঠলেন।

.