Cristiano Ronaldo | Yuvraj Singh | FIFA World Cup 2022: এবার কাতার মাতাবে পর্তুগাল! আশায় বুক বাঁধছেন রোনাল্ডোর এই ফ্যান

Yuvraj Singh on Cristiano Ronaldo: আসন্ন কাতার বিশ্বকাপ মাতাবে পর্তুগাল। কামাল করবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এমনটাই মনে করছেন যুবরাজ সিং।

Updated By: Nov 17, 2022, 01:36 PM IST
Cristiano Ronaldo | Yuvraj Singh | FIFA World Cup 2022: এবার কাতার মাতাবে পর্তুগাল! আশায় বুক বাঁধছেন রোনাল্ডোর এই ফ্যান
যুবি গলা ফাটাবেন পর্তুগালের জন্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটের সুপারস্টার যুবরাজ সিং (Yuvraj Singh) ভীষণ ভাবে খোঁজখবর রাখেন বিদেশি ফুটবলের। নিয়মিত দেখেন প্রিমিয়র লিগ (EPL) ও চ্যাম্পিয়ন্স লিগের (UCL) খেলাও। বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আসন্ন বিশ্বকাপে  (FIFA World Cup 2022) গলা ফাটাবেন পর্তুগালের (Portugal) জন্য। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পঞ্জাব পুত্তর জানিয়েছেন এমনটাই। পাশাপাশি যুবরাজ এও বলেছেন যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর প্রিয় ফুটবলার। কাতার মাতাবেন সিআর সেভেন, আশায় বুক বাঁধছেন তাঁর এই ফ্যান। যুবরাজ বলছেন, 'পর্তুগাল আমার প্রিয় দল এই বিশ্বকাপে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার ফেভারিট ফুটবল প্লেয়ার। আমি ২০০২ সালে প্রথম ফুটবল বিশ্বকাপ দেখি। সেবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল।'

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন রোনাল্ডো। আগের চারবার তাঁকে খালি হাতে ফিরিয়েছে বিশ্বকাপ। তবে এবার কাতারে কামাল করতে মরিয়া সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার। ইউসেবিও-ফিগোর দেশে তিনি সেই ভূমিপুত্র যিনি দেশকে প্রথমবার কোনও বড় ট্রফি (ইউরো কাপ) দিয়েছেন। রোনাল্ডোর এখন ৩৭ বছর বয়স। সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে তাঁর ভীষণ রকমের অসন্তোষ একেবারে সামনে এসেছে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দিয়েছেন বিস্ফোরক সাক্ষাৎকারও। অকপটে বলেছেন ক্লাব তাঁর সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা। কোচ এরিক টেন হ্যাগের প্রতি নেই বিন্দুমাত্র শ্রদ্ধা। এর সঙ্গেই জুড়ে দিয়েছেন যে, অ্যালেক্স ফার্গুসন চলে যাওযার পর ক্লাবের আর কোনও পরিকাঠামোগত উন্নতি হয়নি। এইসব ভুলেই রোনাল্ডো চলে এসেছেন কাতারে। তাঁর জীবনের চর্চিত প্রতিপক্ষ লিওনেল মেসির মতো তাঁরও যে এবার শেষ বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে উরুগুয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেই ধাক্কা কাটিয়ে এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন দলের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস। আগামী ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরু। তার আগে রোনাল্ডোরা আগামিকাল নাইজেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে।

একনজরে পর্তুগাল দল  

গোলকিপার: রুই প্যাট্রিসি, দিয়োগো কোস্তা, হোসে এসএ

রক্ষণ: পেপে, রুবেন ডিয়াজ, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্ডেজ, দিয়োগো ড্যালট, অ্যান্টোনিও সিলভা, রাফাল গুরেরো।

মাঝমাঠ: ভিটিনহা, বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভেস, ড্যানিলো পেরেইরা, পালহিনহা, জোয়াও মারিও, ওটাভিও, ম্যাথিউ নুনেজ ও উইলিয়াম

স্ট্রাইকার: জোয়াও ফিলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফাল লিও, আন্দ্রে সিলভা, গনস্যালো র‍্যামোস ও রিকার্ডো হোর্তা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.