বোলিং অ্যাকশন নকল করে Kumble-র প্রশংসা পেলেন Bumrah

বুম কিংবদন্তি অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করছেন। প্রায় একই রকম অ্যাকশন

Updated By: Jan 31, 2021, 07:01 PM IST
বোলিং অ্যাকশন নকল করে Kumble-র প্রশংসা পেলেন Bumrah
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। বিসিসিআই টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছে। যা দেখেছেন খোদ অনিল কুম্বলেও। আর তারপরেই জশপ্রীত বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কুম্বলে।

ভারতের প্রাক্তন স্পিনার টুইট করে লিখেছেন, "ওয়েল ডান বুম। আমার বোলিং অ্যাকশনের কাছাকাছি নকল করেছ। তুমি তরুণ প্রজন্মের ফাস্ট বোলারদের কাছে অনুপ্রেরণা। যারা তোমাকে নকল করে। আসন্ন সিরিজের জন্য তোমাকে শুভেচ্ছা।"

আরও পড়ুন- স্পিনার নয়, পেসার হতে চেয়েছিলেন Kuldeep Yadav

গতকালই বিসিসিআই টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছে, "আমরা সবাই আগুনে ইয়র্কার আর বাউন্সার দিতেই দেখেছি জশপ্রীত বুমরাকে। ভারতীয় পেসারকে এবার দেখা গেল অন্য অবতারে যে ভাবে আগে কখনও দেখা যায়নি তাঁকে। বুম কিংবদন্তি অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করছেন। প্রায় একই রকম অ্যাকশন দেখা গেল।"

আরও পড়ুন- হাসপাতাল থেকে বাড়ি ফিরেই Narendra Modi-কে কৃতজ্ঞতা জানালেন Sourav Ganguly

.