১ রানের জন্য দু'বার 'আত্মহত্যা' পূজারার

ভারতের প্রথম হলেও পূজারা ক্রিকেট বিশ্বের ২২ নম্বর ক্রিকেটার, যিনি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই রান আউট হলেন। পাকিস্তানের জাহির আব্বাস (৫১ এবং ২৫), শ্রীলঙ্কার মার্ভান আটাপাট্টুর (৩৭ এবং ৬) মত ক্রিকেটারও একই ম্যাচের দুই ইনিংসে রান আউট হয়েছেন।    

Updated By: Jan 19, 2018, 09:54 AM IST
১ রানের জন্য দু'বার 'আত্মহত্যা' পূজারার

নিজস্ব প্রতিবেদন: চেতেশ্বর পূজারা, এতদিন পর্যন্ত এই নামের আগে অনায়াসেই বসিয়ে দেওয়া যেত 'মিস্টার ডিপেন্ডেবল'-র মত নির্ভরযোগ্য শব্দবন্ধ। তবে সেঞ্চুরিয়ায়নে পূজারার 'আত্মহত্যা'র পর তা আর লেখা যাবে কি না, সে নিয়ে আরও একবার ভাবতে হবে। প্রথম ইনিংসের প্রথম বলেই 'সুইসাইডাল রান', লুঙ্গি এনগিড়ির অনবদ্য থ্রো-তে রান আউট পূজারা। দ্বিতীয় ইনিংসে দলের যখন তাঁকে সবথেকে বেশি দরকার ১ রান বেশি নিতে গিয়ে উইকেট খুইয়ে এলেন পূজারা। থার্ড ম্যান পজিশন থেকে এবিডি-র থ্রো, বল হাতে পেয়েই উইকেট ভাঙেন আফ্রিকার উইকেট রক্ষক ডি কক। ডাইভ দিয়েও পৌঁছতে পারেননি ভারতের ব্যাটিং অর্ডারের তিন নম্বর। দুই ইনিংসেই সবাইকে হতাশ করে রান আউট হয়ে ফিরেছেন চেতেশ্বর পূজারা। আর এটা ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম, একজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটের দুই ইনিংসেই রান আউট হয়েছেন।

খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'   

আরও পড়ুন- পূজারার 'আত্মহত্যা'! সরগরম টুইটার

ভারতের প্রথম হলেও পূজারা ক্রিকেট বিশ্বের ২২ নম্বর ক্রিকেটার, যিনি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই রান আউট হলেন। পাকিস্তানের জাহির আব্বাস (৫১ এবং ২৫), শ্রীলঙ্কার মার্ভান আটাপাট্টুর (৩৭ এবং ৬) মত ক্রিকেটারও একই ম্যাচের দুই ইনিংসে রান আউট হয়েছেন।    

আরও পড়ুন- 'ক্ষমাহীন অপরাধ', হার্দিকের 'ছেলেমানুষি'তে হারতে পারে ভারত!

.