শ্রীলঙ্কা সফরে ভারতের কোচ হিসাবে উঠে আসছে Rahul Dravid র নাম

বিরাটরা যখন ইংল্যান্ডে লাল বলের ক্রিকেট খেলবেন, তখন ভারত একদম নতুন একটা টিমকে পাঠাবে শ্রীলঙ্কায় সাদা বলের ক্রিকেটের জন্য। 

Updated By: May 11, 2021, 03:55 PM IST
শ্রীলঙ্কা সফরে ভারতের কোচ হিসাবে উঠে আসছে Rahul Dravid র নাম

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলিদের (Viart Kohli) আগামী গন্তব্য ইংল্যান্ড। রবি শাস্ত্রীর (Ravi Shastri) শিষ্যরা প্রায় চার মাসের লম্বা সফরে যাচ্ছে ব্রিটিশ মুলুকে। আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final) খেলবে। এরপর কোহলি অ্যান্ড কোং জো রুটের (Joe Root) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফরের জন্য গত সপ্তাহে শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছে। 

বিরাটরা যখন ইংল্যান্ডে লাল বলের ক্রিকেট খেলবেন, তখন ভারত একদম নতুন একটা টিমকে পাঠাবে শ্রীলঙ্কায় সাদা বলের ক্রিকেটের জন্য। ৩ ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজের ভাবনায় বিসিসিআই (BCCI)। জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। দ্বীপরাষ্ট্র সফরে শাস্ত্রীর অনুপস্থিতিতে ভারতীয় দলের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এমনটাই খবর। অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ও ভারত এ দলের হয়ে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর এবার জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে। তৈরি হয়েছে সম্ভাবনা। শুধু দ্রাবিড়ই নন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দ্রাবিড়ের সঙ্গেই কাজ করা এক সহকারীকেও শ্রীলঙ্কায় দেখা যেতে পারে।

আরও পড়ুন: 'এরপরেও কি আপনারা আমাকে অভিযুক্ত করবেন?' ভারতের মহিলা ক্রিকেটের প্রসঙ্গে Sourav Ganguly

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল বেছে নেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে রয়েছে একাধিক নাম। যাঁদের মধ্যে প্রায় সকলেই সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত পারদর্শী। শিখর ধাওয়ান (Shikhar Dhawan), পৃথ্বী শ (Prithvi Shaw), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিশান (Ishan Kishan), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), নবদীপ সাইনি (Navdeep Saini), খালিল আহমেদ (Khaleel Ahmed), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও কুলদীপ যাদবরা (Kuldeep Yadav) কিন্তু ইংল্যান্ড সফরের অংশ নন। ফলে বোর্ড এই ক্রিকেটারদের নিয়েই দুর্দান্ত দল বেছে নিতে পারবে।

.