Ranji Trophy: রঞ্জির নেতা Abhimanyu Easwaran, দলে ক্রীড়া প্রতিমন্ত্রী Manoj Tiwary

কোভিডের মধ্যেও রঞ্জি অভিযানে নামছে বঙ্গব্রিগেড।   

Updated By: Jan 3, 2022, 11:39 PM IST
Ranji Trophy: রঞ্জির নেতা Abhimanyu Easwaran, দলে ক্রীড়া প্রতিমন্ত্রী Manoj Tiwary
ফের অভিমন্যুর হাতে বাংলার ব্যাটন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে করোনা বাড়লেও পূর্ব নির্ধারিত সূচি মেনেই আয়োজিত হবে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। সেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর এরপরেই আসন্ন মরশুমের প্রথম রঞ্জি ম্যাচের জন্য ২১ জনের দল ঘোষণা করে দেওয়া হল। বঙ্গব্রিগেডকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ইশ্বরণ (Abhimanyu Easwaran)। প্রত্যাশামতোই দলে রয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। 

২০২০ মরশুমে অভিমন্যুর নেতৃত্বে রঞ্জির ফাইনালে উঠেছিল বাংলা। তবে যারা এই দলে রয়েছেন তাঁরা অনেকেই কোভিডে আক্রান্ত। রবিবার রাতেই জানা যায় বাংলা দলের সাত জন করোনা আক্রান্ত। এঁদের মধ্যে সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, কাজি জুনেইদ সইফিরা যেমন রয়েছেন, তেমনই করোনা আক্রান্ত সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীও। তবে কারওর শরীরে কোনও উপসর্গ নেই। আগামী ৮ জানুয়ারি বেঙ্গালুরু উড়ে যাবে দল। ১৩ জানুয়ারি ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলা। 

আরও পড়ুন: SAvsIND: Mohammed Siraj-এর চোট কতটা গুরুতর? জবাব দিলেন Ravichandran Ashwin

আরও পড়ুন: Covid-19: একাধিক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ আক্রান্ত হলেও শুরু হবে Ranji Trophy, জানিয়ে দিলেন Sourav Ganguly

Manoj Tiwari

এ দিকে মুম্বইয়ের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বঙ্গব্রিগেড। ৬ এবং ৭ জানুয়ারি দু'দিনের ম্যাচ হবে। সোমবার শহরে চলে এসেছে মুম্বই। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে জৈব বলয়ের মধ্যে পৃথ্বী শাহের দল অনুশীলন করবে। 

পুরো দল: অভিমন্যু ইশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রমন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সায়ন শেখর মন্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজি জুনেইদ সইফি, সাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস ও করণ লাল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.