RCB | WPL 2024: ছেলেরা পারেননি, করে দেখালেন মেয়েরা! চ্যাম্পিয়ন স্মৃতির ব্রিগেড
এ বারের টুর্নামেন্টে নজর কাড়লেন বাংলার রিচা ঘোষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ছেলেরা পারেননি এখনও, করে দেখালেন মেয়েরা। তাও আবার টুর্নামেন্ট শুরু হওয়ার ১ বছরের মধ্যেই! মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগে চ্য়াম্পিয়ন আরসিবি। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল তারা। এ বারের টুর্নামেন্টে নজর কাড়লেন বাংলার রিচা ঘোষ।
আরও পড়ুন: IPL 2024 Moving To UAE: ভোটের নির্ঘণ্ট ঘোষিত, আইপিএল পাড়ি দিচ্ছে বিদেশে? জয় শাহ দিলেন উত্তর
৭ ওভারে ৬৪ রান! এদিন প্রথমে ব্যাট করতে নেমে কার্যত ঝড়ের গতি রান তুলছিল দিল্লি। রণংদেহি মেজাজে ছিলেন শেফালি শর্মা। অষ্টম ওভারে বল করতে আসেন সোফি মলিনক্স। আরসিবিকে চালকের আসনে বসিয়ে দেন তিনিই। কীভাবে? ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি, আর দ্বিতীয় বলে জেমাইমা রদ্রিগেজ। চতুর্থ বলে এলিস ক্যাপ্সি উইকেট তুলে নেন সোফি। এরপর উইকেট পড়ে থাকে নিয়মিত। শেষপর্যন্ত ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি।
এদিকে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে পারলেও, লড়াই করতে হয় আরসিবিকেও। জুটিতে ৪৯ রান তোলেন স্মৃতি মন্ধানা ও সোফি ডিভাইন। শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-র প্রয়োজন ছিল ৫ রান। তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন মন্ধানারা।
এ বারের টুর্নামেন্টে নজর কাড়লেন বাংলার রিচা। ১০ ম্যাচে ২৫৭ রান করলেন তিনি। স্মৃতি মন্ধানা ১০ ম্যাচে করেন ৩০০ রান। তাঁরা সকলেই আরসিবি-র ক্রিকেটার।
আরও পড়ুন: Pakistan Cricket News: 'ব্রেক নিলেই বাদ'! দল ভুগছে নিরাপত্তাহীনতার আতঙ্কে, বিস্ফোরক পাক নক্ষত্র
.(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)