Cristiano Ronaldo and Robert Lewandowski: জমে উঠেছে দলবদল, লেওনডস্কি ও রোনাল্ডো, কার ফিশ কার ফাঁসে?

বায়ার্নের জার্সিতে সাতটি মরসুমে ৩৭৫টি ম্যাচে ৩৪৪টি গোলের মালিক লেওনডস্কি। এহেন তারকা স্ট্রাইকারের শূন্যস্থান পূরণে স্বাভাবিক ভাবেই উদ্যোগী বায়ার্ন। আর সেখানেই উঠে আসছে 'সি আর সেভেন'-এর নাম।        

Updated By: Jul 16, 2022, 04:50 PM IST
Cristiano Ronaldo and Robert Lewandowski: জমে উঠেছে দলবদল, লেওনডস্কি ও রোনাল্ডো, কার ফিশ কার ফাঁসে?
রবার্ট লেওনডস্কি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে জমে উঠেছে দলবদলের বাজার।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বায়ার্ন মিউনিখের (Bayern Munich) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি কয়েকদিনের মধ্যে বার্সেলোনায় (Barcelona) যোগ দিচ্ছেন রবার্ট লেওনডস্কি (Robert Lewandowski)। আর তাঁর বায়ার্ন ছাড়ার সঙ্গেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জার্মানির বিখ্যাত ক্লাবে যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হল। কারণ তিনি যে আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) খেলতে রাজি নন। সেটা সবাই জানে। 

বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমের দাবি অনুসারে বিস্তর টানাপোড়েনের পর পোল্যান্ডের স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য বার্সার দেওয়া প্রস্তাবে নাকি রাজি হয়েছে বায়ার্ন। কাতালানদের হয়ে খেলার জন্য দীর্ঘদিন ধরেই ইচ্ছা প্রকাশ করছিলেন লেওনডস্কি। কিন্তু জার্মানির ক্লাব তাঁকে ২০২৩ সাল পর্যন্ত ধরে রাখতে চেয়েছিল। তবে পরে বার্সার প্রস্তাবে সবুজ সংকেত দেয় ক্লাবটি। তাই জল্পনায় ইতি টেনে লা লিগার ক্লাবের জার্সিই গায়ে তুলতে চলেছেন লেওনডস্কি। শোনা যাচ্ছে, তিন বছরের চুক্তিতে বার্সায় যোগ দিচ্ছেন তিনি। তবে চুক্তির মেয়াদ বাড়িয়ে চার বছরও করা হতে পারে। চলতি সপ্তাহেই নাকি দলে মেডিক্যাল পরীক্ষা দেবেন তিনি। 

বায়ার্নের জার্সিতে সাতটি মরসুমে ৩৭৫টি ম্যাচে ৩৪৪টি গোলের মালিক লেওনডস্কি। এহেন তারকা স্ট্রাইকারের শূন্যস্থান পূরণে স্বাভাবিক ভাবেই উদ্যোগী বায়ার্ন। আর সেখানেই উঠে আসছে 'সি আর সেভেন'-এর নাম। সম্প্রতি সৌদি আরবের একটি ক্লাবের  ২৮০০ কোটির টাকার বিপুল অঙ্কের অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা। এ বার শোনা যাচ্ছে, জার্মান চ্যাম্পিয়নরা রোনাল্ডোকে পেতে আসরে নামতে চলেছেন।

রোনাল্ডোও আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলতে রাজি নন। সেই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তারপরই 'সি আর সেভেন'-কে পেতে দৌড়ে নামে বায়ার্ন, চেলসি, পিএসজির মতো ক্লাব। ম্যান ইউ কোচ এরিক টেন হাগ জানিয়েছিলেন, রোনাল্ডোকে ধরেই আসন্ন মরসুমের জন্য যাবতীয় পরিকল্পনা করা হচ্ছে। যদিও 'রেড ডেভিলস'-এ থাকা নিয়ে খুব একটা ইতিবাচক কথা শোনা যায়নি রোনাল্ডোর মুখে। তাই বায়ার্ন তাঁকে লোভনীয় প্রস্তাব দিলে, তিনি রাজি হন কি না, সেটা নিয়েই চর্চা শুরু হয়েছে।   

আরও পড়ুন: Cristiano Ronaldo: অবিশ্বাস্য সিদ্ধান্ত! সৌদি আরবের ক্লাবের ২৮০০ কোটির প্রস্তাব ফেরালেন 'সি আর সেভেন'!

আরও পড়ুন: Christian Eriksen, Manchester United: ২০২৫ পর্যন্ত 'রেড ডেভিলস'এ' ক্রিশ্চিয়ান এরিকসেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.