UEFA Nations League:সেঞ্চুরির সামনে সিআরসেভেন;পায়ে সংক্রমণ, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রোনাল্ডো!

লিসবনে পর্তুগালের অনুশীলনে রোনাল্ডো দলের সঙ্গে অনুশীলন করেননি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 4, 2020, 03:28 PM IST
UEFA Nations League:সেঞ্চুরির সামনে সিআরসেভেন;পায়ে সংক্রমণ, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রোনাল্ডো!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: উয়েফা নেশনস কাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে পায়ের সংক্রমণ সিআর সেভেনের কাদের বিরুদ্ধে তার মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

 

লিসবনে পর্তুগালের অনুশীলনে রোনাল্ডো দলের সঙ্গে অনুশীলন করেননি। ডান পায়ের আঙুলের সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রোনাল্ডোকে সুস্থ করতে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চিকিৎসা চলছে। তবে তার সুস্থ হতে সময় লাগবে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রোনাল্ডো ম্যাচ খেলার মত জায়গায় থাকবেন কিনা সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

 

এদিকে দেশের জার্সিতে ১৬৪ ম্যাচে ৯৯ গোল করে বসে রয়েছেন সিআর সেভেন। জাতীয় দলের হয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে পর্তুগিজ সুপারস্টার। তাই গোলের সেঞ্চুরি করতে রোনাল্ডোর অপেক্ষা বাড়বে, নাকি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে মাইলস্টোন স্পর্শ করবেন ক্রিশ্চিয়ানো সেটা অবশ্য সময় বলবে।

 

আরও পড়ুন - UEFA Nations League: শেষ মুহূর্তের গোলে জার্মানিকে আটকে দিল স্পেন

.