ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন জো রুট

মাত্র কিছুদিন আগেই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ইংরেজ ওপেনার অ্যালিস্টার কুক। এবার সেই কুকের জায়গায় ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুট। এমনটা প্রত্যাশিতই ছিল। ২৬ বছর বয়সী এই ইংরেজ ব্যাটসম্যানই যে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন। কুকের হঠাত করে সরে যাওয়ায় রুট একটু তাড়াতাড়িই ইংরেজ অধিনায়ক নির্বাচিত হলেন। কারণ, ২০১৫ সাল থেকেই জো রুট ছিলেন সহঅধিনায়কের দায়িত্বে।

Updated By: Feb 13, 2017, 06:11 PM IST
ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন জো রুট

ওয়েব ডেস্ক: মাত্র কিছুদিন আগেই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ইংরেজ ওপেনার অ্যালিস্টার কুক। এবার সেই কুকের জায়গায় ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুট। এমনটা প্রত্যাশিতই ছিল। ২৬ বছর বয়সী এই ইংরেজ ব্যাটসম্যানই যে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন। কুকের হঠাত করে সরে যাওয়ায় রুট একটু তাড়াতাড়িই ইংরেজ অধিনায়ক নির্বাচিত হলেন। কারণ, ২০১৫ সাল থেকেই জো রুট ছিলেন সহঅধিনায়কের দায়িত্বে।

আরও পড়ুন বিরাটের বিজয়রথের সামনে বাংলাদেশও 'চাপা' পড়ে গেল

প্রশ্ন হল, রুটের নেতৃত্বে ইংল্যান্ড দল প্রথম মাঠে নামছে কবে থেকে। আগামী জুলাইতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ইংরেজরা। ওই সিরিজেই দেশকে নেতৃত্ব দেবেন জো রুট। এবার রুটের জায়গায় এলেন ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। অর্থাত্‍, অধিনায়ক হলেন জো রুট এবং সহঅধিনায়ক হলেন বেন স্টোকস। দেশের ক্রিকেট দলের নেতা নির্বাচিত হওয়ার পর জো রুট বলেছেন, 'ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারাটা দুর্দান্ত সম্মাণ। সত্যিই নিজেকে গর্বিত মনে হচ্ছে। খুব উত্তেজনাও অনুভব করছি।'

আরও পড়ুন  দ্রুততম আড়াইশো উইকেট নেওয়া অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ চেতেশ্বর পুজারা

 

.