'ক্রিকেটেশ্বর'কে বিরল সম্মান বিসিসিআইয়ের, ভারতীয় ক্রিকেটে সচিনের ১০ নম্বর জার্সির অবসর!

এক শীর্ষ বোর্ড কর্তার কথায়, "অযথা বিতর্ক বাড়িয়ে সমালোচনার সম্মুখীন হওয়ার কোনও মানেই হয় না। এর থেকে ওই জার্সি বরাবরের মতো তুলে রাখাই ভাল। ঘরোয়া মঞ্চে খেলোয়াড়রা ১০ নম্বর জার্সি পরতে চাইলে আপত্তি নেই। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে কাউকে ওই জার্সি পরে নামার অনুমতি দেওয়া হবে না।'' 

Updated By: Nov 29, 2017, 04:06 PM IST
'ক্রিকেটেশ্বর'কে বিরল সম্মান বিসিসিআইয়ের, ভারতীয় ক্রিকেটে সচিনের ১০ নম্বর জার্সির অবসর!

নিজস্ব প্রতিবেদন: মাস্টার ব্লাস্টারকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সিকে 'অবসর' দিল বিসিসিআই। বোর্ড সূত্রের খবর আন্তর্জাতিক মঞ্চে আর কোনও ক্রিকেটারকে ১০ নম্বর জার্সি পরে খেলার অনুমতি দেবে না তারা। যদিও এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভবে ঘোষণা করেনি বিসিসিআই। তবে সচিনের ১০ জার্সিকে অবসর দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করবে বিসিসিআই। 

আরও পড়ুন- বিরাটের বিয়ে বিদেশে!

সচিন তেন্ডুলকরের অবসরের প্রায় চার বছর পর এবার 'অবসর' নিতে চলেছে মাস্টার ব্লাস্টারের ১০ নম্বর জার্সি। ২০১২ সালের ১০ মার্চ শেষবার একদিনের ক্রিকেট ময়দানে নেমেছিলেন সচিন। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচেই শেষবার ১০ নম্বর জার্সিতে দেখা গিয়েছিল সচিনকে। ঠিক এক বছর পর ২০১৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিক ভাবে দীর্ঘ ২৪ বছরে ক্রিকেট জীবনকে আলবিদা জানান তিনি। এরপর দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্ষেত্রে ১০ নম্বর জার্সি পরার সাহস জোগাতে পারেননি কোনও ভারতীয় ক্রিকেটারই। 

আরও পড়ুন- দ্রুততম 'ট্রিপল সেঞ্চুরি' অশ্বিনের

১০ নম্বর জার্সি নিয়ে বিতর্কের শুরু হয় শর্দুল ঠাকুরের অভিষেক ম্যাচে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রেমেদাসা স্টেডিয়ামে ১০ নম্বর জার্সি পরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন শর্দুল। তখন নবাগত ক্রিকেটারকে ১০ নম্বর জার্সিতে দেখে 'রে রে' করে ওঠেন সচিনভক্তরা। যদিও শর্দুলের যুক্তি ছিল জন্মদিনের সংখ্যাতত্ত্ব। এরপর এই ধরণের বিতর্ক এড়াতে পদক্ষেপ করতে চলেছে ভারতীয় বোর্ড। একদিকে সমালোচনার হাত থেকে নবাগতদের 'বাঁচানো' এবং অন্যদিকে সচিনকে বিরল সম্মান প্রদান-এক ঢিলে দুই পাখি মারতে চায় বিসিসিসাই। 

আরও পড়ুন- ব্র্যাডম্যানকে ছাপিয়ে নতুন ডন বিরাট

এক শীর্ষ বোর্ড কর্তার কথায়, "অযথা বিতর্ক বাড়িয়ে সমালোচনার সম্মুখীন হওয়ার কোনও মানেই হয় না। এর থেকে ওই জার্সি বরাবরের মতো তুলে রাখাই ভাল। ঘরোয়া মঞ্চে খেলোয়াড়রা ১০ নম্বর জার্সি পরতে চাইলে আপত্তি নেই। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে কাউকে ওই জার্সি পরে নামার অনুমতি দেওয়া হবে না।'' 

ক্রিকেটে নজিরবিহীন হলেও ফুটবলে ক্লাব স্তরে জার্সির অবসরের নজির কিন্তু রয়েছে। ইন্টার মিলানের আর্জেন্টিনীয় তারকা জেভিয়ার জেনেত্তির অবসরের পর ৪ নম্বর জার্সির আনুষ্ঠানিক অবসরের কথা ঘষোণা করেছিল ক্লাব। পাওলো মালদিনির ৩ নম্বর জার্সির অবসর ঘোষণা করেছিল এসি মিলান। উল্লেখ্য, মারাদোনাকে সম্মান জানাতে ১০ নম্বর জার্সির অবসর ঘোষণার জন্য ফিফাকে আবেদন জানালেও সম্মতি আদায় করতে পারেনি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এখন সেই ১০ নম্বর জার্সির 'মালিক' মেসি। 

.