ভেনাসের বিদায়ে অল উইলিয়ামস সেমি হচ্ছে না, লড়াই শুধু রাশিয়া-আমেরিকার

Updated By: Jan 28, 2015, 10:45 AM IST
ভেনাসের বিদায়ে অল উইলিয়ামস সেমি হচ্ছে না, লড়াই শুধু রাশিয়া-আমেরিকার

 

ওয়েব ডেস্ক: কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়াস জিতলেও হেরে গেলেন ভেনাস উইলিয়ামস। দুই উইলিয়ামস বোন জিতলেও সেমিফাইনালে সেরেনা বনাম ভেনাস দ্বৈরথ হতে পারত, কিন্তু আমেরিকার নতুন প্রতিভা ম্যাডিসন কিস ( Madison Keys)-এর বিরুদ্ধে ভেনাসের হার বোন যুদ্ধ রুখে দিল।

বড় দিদি হারলেও সেরেনা উইলিয়ামস একেবারে স্বপ্নের ফর্ম দেখিয়ে উঠলেন সেমিফাইনালে। সেরেনা মাত্র ৬৫ মিনিটের মধ্যে ডোমিনিকা চিবুলকোভাকে ৬-২, ৬-৫ উড়িয়ে দিলেন। অন্যদিকে, ভেনাসকে ৬-৩, ৪-৬, ৬-৪ হারিয়ে সেরেনার বিরুদ্ধে ফাইনালে ওঠার ম্যাচে খেলবেন মার্কিন তরুণী ম্যাডিসন কিস।

অন্য সেমিফাইনালে, রাশিয়ার মারিয়া শারাপোভার বিরুদ্ধে খেলবেন স্বদেশীয় দশম বাছাই একতারিনা মাকারোভা। অর্থাত্‍, বছরের প্রথম গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে একদিকে দুই মার্কিনীর  লড়াই, অন্য সেমিফাইনালে দুই রাশিয়ানের লড়াই। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে রাশিয়ান বনাম মার্কিনীর হওয়া নিশ্চিত। এখন দেখার ফাইনালে সবার পছন্দের লাইনআপ সেরেনা বনাম শারাপোভা হয় কি না।

এক নজরে মহিলাদের সিঙ্গলস সেমিফাইনাল লাইন আপ-
মারিয়া শারাপোভা (রাশিয়া) বনাম একতারিনা মাকারোভা (রাশিয়া)
সেরেনা উইলিয়াম (আমেরিকা) বনাম ম্যাডিসন কিস (আমেরিকা)

.