গোপন প্রেমের গল্প ফাঁস! Google বলছে, শুভমান গিলের স্ত্রী সচিন-কন্যা সারা!

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর নাকি শুভমান গিলের প্রেমে মজেছেন! সারার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 15, 2020, 12:35 PM IST
গোপন প্রেমের গল্প ফাঁস! Google বলছে, শুভমান গিলের স্ত্রী সচিন-কন্যা সারা!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  দিন কয়েক আগের কথা, আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের স্ত্রী নাকি বিরাট ঘরণী অনুষ্কা শর্মা! গুগল-সার্চে এমন অবাক করা তথ্য ঘিরে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। সেই Google সার্চ বলছে, কেকেআরের ক্রিকেটার শুভমান গিলের স্ত্রী নাকি সচিন কন্যা সারা তেন্ডুলকর!

 

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর নাকি শুভমান গিলের প্রেমে মজেছেন! সারার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ২৩ সেপ্টেম্বর কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেন সারা। সঙ্গে লাভ ইমোজিতে ভর্তি। যা নিয়ে জল্পনা। সারা এবং শুভমানের মধ্যে কিছু না কিছু তো একটা চলছে। শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি কেউই। তবে আইপিএল মরশুমে সেই গুঞ্জন উসকে দিয়েছেন সচিন কন্যাই।

শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের নাম জড়িয়েছে!  গুগল সার্চেও যে 'শুভমান গিল ওয়াইফ'- লিখলে ফুটে উঠছে গার্ল ফ্রেন্ড হিসেবে সারা তেন্ডুলকরের নাম। এত সহজে ধোঁয়াশা কাটছে না।

আরও পড়ুন - IPL 2020: আম্পায়ারের সিদ্ধান্তকে প্রভাবিত করায় ধোনিকে ধুয়ে দিলেন নেটিজেনরা

.