টাকার পতনের খুশির বদলে বেদনা গম্ভীর, ধোনিদের

টাকার পতনে দেশের অর্থনীতি নিয়ে যখন চিন্তার ভাঁজ, তখন আইপিএলে খেলা ভারতীয় ক্রিকেটারদের কপালেও ভাঁজ। কারণটা অবশ্য অনেকটাই আলাদা। আইপিএলে ক্রিকেটারদের নিলামের দর কাঠামোয় দ্বৈত পারিশ্রমিক কাঠামো (dual-payment structure) থাকায় ক্ষতিগ্রস্থ হলেন ধোনি, গম্ভীর, সচিনরা। ক মাসের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার বিনিময় হার কমে যাওয়ায় লাভ হওয়ার কথা আইপিএলের ক্রিকেটারদের।

Updated By: Aug 23, 2013, 04:31 PM IST

টাকার পতনে দেশের অর্থনীতি নিয়ে যখন চিন্তার ভাঁজ, তখন আইপিএলে খেলা ভারতীয় ক্রিকেটারদের কপালেও ভাঁজ। কারণটা অবশ্য অনেকটাই আলাদা। আইপিএলে ক্রিকেটারদের নিলামের দর কাঠামোয় দ্বৈত পারিশ্রমিক কাঠামো (dual-payment structure) থাকায় ক্ষতিগ্রস্থ হলেন ধোনি, গম্ভীর, সচিনরা। ক মাসের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার বিনিময় হার কমে যাওয়ায় লাভ হওয়ার কথা আইপিএলের ক্রিকেটারদের।
কারণ আইপিএলে ক্রিকেটারদের নিলাম হয়েছিল ডলারের দাম অনুযায়ী। সেক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য বাড়ায় ধোনি, গম্ভীরদের পারিশ্রিমক বেশি হওয়ার কথা। কিন্তু, না। আইপিএলের নিয়মে ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিক ডলারের মূল্য বেঁধে দেওয়া আছে ৪৬ টাকায়। ২০১১ থেকে ২০১৩ এই তিন বছরে ডলারের দাম বাড়ুক বা কমুক, তার কোনও প্রভাব ধোনিদের পারিশ্রমিকের ওপর পড়বে না। কিন্তু বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে নিয়মটা অন্য। আইপিএলের গঠনতন্ত্র অনুযায়ী গেইল, পন্টিংদের পারিশ্রমিক দেওয়া হয় `ফ্লোটিং রেটে`। মানে ডলারের দাম ভারতীয় মুদ্রার টাকার তুলনায় বাড়ুক বা কমুক সেই অর্থই দেওয়া হবে।
তার মানে দাঁড়াল শাহরুখ খানের দলের অধিনায়ক গৌতম গম্ভীর ২০১১ নিলামে $২.৪ মিলিয়নে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আইপিএলের নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটারদের ফিক্সড রেট হওয়ায় গম্ভীরের পারিশ্রমিক ১১.০৪ কোটি টাকা। অথচ গম্ভীরের ক্ষেত্রে যদি গেইলদের মত `ফ্লোটিং রেটে`-এর নিয়ম মানা হত সেক্ষেত্রে তাঁর এখন পারিশ্রমিক দাঁড়াত ১৭ কোটি টাকা। তাঁর মানে দ্বৈত পারিশ্রমিক কাঠামো গম্ভীর-ধোনিদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশ।

Tags:
.