Virat Kohli: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বিরাটের ব্যানার! ছবি শেয়ার করলেন আখতার

পাকিস্তানেও রয়েছে কোহলির বিরাট ফ্যানবেস।

Updated By: Feb 21, 2022, 06:43 PM IST
Virat Kohli: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বিরাটের ব্যানার! ছবি শেয়ার করলেন আখতার

নিজস্ব প্রতিবেদন: বিগত দুই বছরে তিন অঙ্কের রান নেই বিরাট কোহলির ( Virat Kohli) ব্যাটে। শেষবার তিনি শতরান করেন ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে সেঞ্চুরির স্বাদ পান তিনি। বিগত দুই বছরে কোহলি একাধিক হাফ সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু 'রানমেশিন' আর চলছে না সেভাবে।

৭১ তম সেঞ্চুরির খোঁজে বিরাট। বিরাটের ব্যাট শাসনের অপেক্ষায় তাঁর ভক্তকূল। শুধু ভারতেই নয়, ওয়াঘার ওপারেও কোহলির এক সমর্থক চাইছেন বিরাট হাঁকান শতরান। তবে সেই সেঞ্চুরি আসুক পাকিস্তানের মাটিতে। পাক ফ্যানের বিরাটের সেঞ্চুরি দেখার আকুতির কথা শোনালেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। প্রাক্তন পাক স্পিডস্টার টুইটারে একটি ছবি শেয়ার করেছেন। 

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলাকালীন, এক পাক ফ্যান গালারিতে হাজির হয়েছিলেন বিরাটের ব্যানার নিয়ে। আখতার সেই ছবি শেয়ার করে লেখেন, "কেউ ভালবাসা ছড়িয়ে দিচ্ছে।" বিরাটের ব্যানার ফ্যান লিখে এনেছিলেন, "আমি পাকিস্তানে আপনার সেঞ্চুরি দেখতে চাই।"

গতবছর কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। সেবারই প্রথম বিশ্বকাপের আসরে ভারতকে হারতে হয় চিরপ্রতিদ্ধন্দ্বী দেশের কাছে। ২০০৮-এ মুম্বই বিস্ফোরণের পরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। কেবলমাত্র আইসিসি ইভেন্টেই দুই দেশ একে-অপরের মুখোমুখি হয়। দুই দেশের কুটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। সেখানে দাঁড়িয়ে পাক ফ্যানের কোহলির সেঞ্চুরি পাকিস্তানে দেখার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে।

 আরও পড়ুন: BCCI On Wriddhiman Saha: ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'! তদন্ত করবে বিসিসিআই

 আরও পড়ুন: Venkatesh Iyer: চ্যালেঞ্জ নিয়ে দুরন্ত পারফর্ম করা ভেঙ্কটেশে মোহিত দ্রাবিড়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.