বড়ম্যাচের আগেই মোহনবাগানে শেষ সোনি যুগ

আই লিগের আগে সোনিকে অধিনায়ক বেছে নিয়েছিলেন বাগান কর্তারা। কোটি টাকার ফুটবলারের জার্সি নম্বরও বদল হয়েছিল

Updated By: Jan 20, 2018, 09:15 PM IST
বড়ম্যাচের আগেই মোহনবাগানে শেষ সোনি যুগ

নিজস্ব প্রতিবেদন:  সাড়ে তিন বছর পর সবুজ মেরুনের সঙ্গে বিচ্ছেদ ঘটছে হাইতিয়ান ম্যাজিশিয়ানের।

রবিবারের ডার্বিতে মাঠে নামবে মোহনবাগান। তবে মাঠে নয়,  গ্যালারিতে বসে দলের খেলা দেখবেন সোনি। এক মাসের বেশি সময় ধরে হাঁটুর চোটে ভুগছেন বাগানের সেরা তারকা। মাঠে ফেরার মরিয়া চেষ্টা করেছেন। ডার্বিতে খেলার শেষ একটা চেষ্টাও করেছিলেন সোনি। তবে কয়েকদিন আগেই ঠিক হয়ে যায় এই চোট নিয়ে বাগান অধিনায়কের পক্ষে খেলা অসম্ভব। কয়েকদিনের মধ্যে আর্জেন্টিনায় গিয়ে অস্ত্রপচার করাবেন সোনি। তিন মাস মাঠের বাইরে থাকতে হবে।

আরও পড়ুন-দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

আই লিগের আগে সোনিকে অধিনায়ক বেছে নিয়েছিলেন বাগান কর্তারা। কোটি টাকার ফুটবলারের জার্সি নম্বরও বদল হয়েছিল। দশ নম্বর জার্সি গায়ে সোনিকে ঘিয়ে স্বপ্ন দেখেছিলেন হাজার হাজার বাগান জনতা। তবে মরশুমের মাঝপথে সেই স্বপ্ন ভেঙে চুরমার। শনিবার মাঠের ধারে বসে দলের অনুশীলন দেখছিলেন হাইতিয়ান তারকা। সমর্থকদের সঙ্গে ছবি তোলার সময়ও তার চোখ ছলছল করছিল। এই ভাবে শেষ করতে তো নিজেও চাননি সোনি। দলের অধিনায়ক ও বন্ধু খেলতে পারবেন না। তাই সোনিকে বিদায়বেলায় জয় উপহার দিতে চান কিংসলেরা।

মোহনবাগানকে আই লিগ ও ফেড কাপ জিতিয়েছেন। সবুজমেরুনে নিজেকে প্রায় ব্যারেটোর জায়গায় নিয়ে গিয়েছিলেন সোনি। সবুজ মাঠে তার পা কথা বলেছে। সোনির দুপায়ের স্কিল বাগানকে অনেক ম্যাচ উতরে দিয়েছে। আজ সব অতীত। বিদায়বেলায় আবেগঘন মূহুর্ত তৈরি হতে চলেছে। সোনির মুখোশ পড়ে যুবভারতী ভরাবেন বাগান সমর্থকরা। সেই মুখোশ বানানোর কাজও শেষ। মুখোশ নিয়ে মাঠে ঢুকতে পারবেন সবুজমেরুন জনতা। যুবভারতীতে তৈরি হবে বিরল মুহূর্ত। 

.