Virender Sehwag: 'Sourav Ganguly-র মতো Virat Kohli সতীর্থদের পাশে থাকেননি', বিস্ফোরক বীরু

ভারতের (Team India) টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির (Virat Kohli) পারফরম্যান্স সবচেয়ে ভাল। তবুও সৌরভ গঙ্গোপাধ্যায়কেই (Sourav Ganguly) অধিনায়ক হিসেবে এগিয়ে রাখলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।   

Updated By: May 19, 2022, 08:46 PM IST
Virender Sehwag: 'Sourav Ganguly-র মতো Virat Kohli সতীর্থদের পাশে থাকেননি', বিস্ফোরক বীরু
কোহলির অধিনায়কত্ব নিয়ে 'বিরাট' প্রশ্ন তুললেন বীরু।

নিজস্ব প্রতিবেদন: ভারতের (Team India) টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির (Virat Kohli) পারফরম্যান্স সবচেয়ে ভাল। তবুও সৌরভ গঙ্গোপাধ্যায়কেই (Sourav Ganguly) অধিনায়ক হিসেবে এগিয়ে রাখলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। তাঁর মতে সৌরভ যে ভাবে সতীর্থদের দুঃসময়ে পাশে দাঁড়াতেন,তেমনটা মোটেই করেননি ‘কিং’ কোহলি।

ঠিক কী বলেছেন ‘নজবগড়ের নবাব’? একটি সাক্ষাৎকারে বীরুকে বলতে শোনা গিয়েছে, "সৌরভ গঙ্গোপাধ্যায় একটি নতুন দল গড়ে তুলেছিলেন। নতুন খেলোয়াড়দের দলে নিয়ে তাঁদের সাফল্য, ব্যর্থতাতেও পাশে থেকেছেন। আমার সন্দেহ রয়েছে বিরাট আমলে এমনটা করেছিল কিনা।" 

এরপরেই প্রাক্তন মারকুটে ওপেনার যোগ করেছেন, "বিরাটের অধিনায়কত্বের দুই থেকে তিন বছরে একটা বিষয় দেখেছি। প্রায় প্রতিটা টেস্টের পরই দল বদলানো হয়েছে, সে ভারত জিতুক বা হারুক। আমার মতে, তিনিই এক নম্বর অধিনায়ক, যিনি একটা দলকে গড়ে তুলবেন। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস এনে দেবেন। কিন্তু বিরাট কোনও কোনও খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে। আবার কোনও কোনও খেলোয়াড়ের পাশে ও দাঁড়ায়নি।" 

সৌরভ ছিলেন তরুণদের অধিনায়ক। তাঁর আমলেই জাহির খান, যুবরাজ সিং, আশিস নেহরা, হরভজন সিং, মহম্মদ কাইফের মতো একাধিক ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। এবং নিজেদের গড়ে তুলেছিলেন। ওই সাক্ষাৎকারে শেহওয়াগ এই দাবিও করেছেন। 

গত আড়াই বছরে বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান নেই। চলতি আইপিএলেও একেবারেই ছন্দে নেই তিনি। এরমধ্যে এ বার বিরাটকে বিঁধলেন বীরু। 

আরও পড়ুন: Yuvraj Singh: কলকাতায় ক্রিকেট অ্যাকাডেমি গড়ছেন বিশ্বকাপ জয়ী যুবি

আরও পড়ুন: IPL 2022: KKR-এর ফিজিও Kamlesh Jain এ বার Rohit,Virat-দের সাহায্য করবেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.