Sourav Ganguly: আইসিসি না সিএবি! আগামি ৪৮ ঘন্টায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ

Sourav Ganguly: ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। ততদিনে বোর্ডের বার্ষিক সাধারণ সভা (১৮ অক্টোবর) হয়ে যাবে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে, আইসিসি-তে সৌরভকে আদৌ পাঠানো হবে কি না। তারপরই সিএবি সভাপতি হিসাবে মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌরভ।  

Updated By: Oct 15, 2022, 10:06 PM IST
Sourav Ganguly: আইসিসি না সিএবি! আগামি ৪৮ ঘন্টায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ
আগামি ৪৮ ঘন্টায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ

গৌতম ভট্টাচার্য 

বিসিসিআই-এর সভাপতি (BCCI President) হিসেবে তাঁকে আর দায়িত্ব সামলাতে দেখা যাবে না। তবে আইসিসি (ICC) চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। বরং বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্য দরজা এখনও খোলা। মনোনয়ন ২০ অক্টোবর। আগামি ৪৮ ঘন্টায় ভারতের প্রাক্তন অধিনায়কের ভাগ্য নির্ধারণ। আইসিসি-তে যদি শিকে না ছেঁড়ে তাহলে সিএবি নির্বাচনের (CAB Election) জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ। সিএবি (CAB) নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। স্বভাবতই সৌরভের সিএবি-তে কামব্যাক করার জল্পনা বেড়েছে। শনিবার সিএবি-তে ছিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকের শেষে সৌরভ তাঁর নতুন ইচ্ছার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 

২০ অক্টোবর বিসিসিআই-এর তরফ থেকে আইসিসি চেয়ারম্যান হিসেবে নাম পাঠানোর শেষদিন। সেদিন যদি সৌরভের নাম ভারতীয় ক্রিকেট বোর্ড সুপারিশ করে, তাহলে ভারতের প্রাক্তন অধিনায়কের পরবর্তী ডেস্টিনেশন হবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু সেটা যদি না হয়, তাহলে বঙ্গ ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য তিনি মনোনয়ন জমা দেবেন। সৌরভ ইডেন গার্ডেন্সে অপেক্ষারত সংবাদমাধ্যমকে বলেন, 'প্রথমে ভেবেছিলাম সিএবি নির্বাচনে দাঁড়াব না। কিন্তু এখন সিএবি নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করেছি।' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

 

প্রশাসক হিসেবে সৌরভের ভাগ্যে কী লেখা আছে? সেই বিষয় নিয়ে জি ২৪ ঘন্টার এডিটর গৌতম ভট্টাচার্য বলেন, 'প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ সরু সুতোর উপর ঝুলছে। তিনি কোন দিকে যাবেন? বাঁদিকে না ডানদিকে। কোন পথ তিনি বেছে নেবেন। আজ ১৫ অক্টোবর। ২০ অক্টোবর অর্থাৎ আর চারদিনের মধ্যে আইসিসি-তে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড যদি তাঁকে মনোনীত করে তাহলে আর চারদিন হাতে রয়েছে। এদিকে সিএবি-তে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২২ অক্টোবর। মজার ব্যাপার হল আইসিসি-র নির্বাচন হবে ১১ নভেম্বর। অন্যদিকে সিএবি-র নির্বাচন আয়োজিত হবে ৩১ অক্টোবর। অর্থাৎ দশদিন আগে সিএবি-র নতুন সভাপতির নামা জানা যাবে।" 

আরও পড়ুন: Sourav Ganguly: দাদার পাশেই বোর্ড, স্পষ্ট ইঙ্গিত দিলেন বিসিসিআই কর্তা ধুমাল

আরও পড়ুন: Sourav Ganguly, BCCI President: 'আমি অন্য কিছু করতেই পারি!' গদি হারিয়ে প্রথম মুখ খুললেন 'মহারাজ'

এরপর গৌতম ফের বলেন, 'শনিবার সৌরভ সিএবি-তে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে তিনি বঙ্গ ক্রিকেটের নির্বাচনে দাঁড়াবেন। হয়তো এটা ভেবেই যে এখনও আইসিসি-তে যাওয়া তাঁর অনিশ্চিত রয়েছে। ফলে ঝোপের পাখিকে না ধরে হাতের কাছে থাকা সিএবি রয়েছে, সেটাকে অবলম্বন করে বুঝিয়ে দেবেন যে প্রশাসক হিসেবে তিনি লড়াই ছাড়ছেন না। তিনি আরও একটা কামব্যাকের জন্য সিএবি-কে সোপান হিসেবে বেছে নিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি সৌরভকে আইসিসি-র জন্য বেছে নেয়, তাহলে সেটা হবে সবচেয়ে নাটকীয় ব্যাপার। সেক্ষেত্রে সৌরভের প্রথম পছন্দ হবে আইসিসি।' 

কিন্তু বিসিসিআই কি সত্যি সৌরভকে বেছে নেবে? গৌতম বলেন, 'গত ১১ অক্টোবর যে পরস্থিতি ছিল, সেখান থেকে বর্তমান অবস্থা অনেক আলাদা। বোর্ডের সভায় সৌরভকে অপমানিত হতে হয়েছিল। তাঁর হাতে মনোনয়ন করা প্রার্থীদের একটা লিস্ট তুলে দেওয়া হয়েছিল। সৌরভ বোধহয় স্বপ্নেও ভাবেননি যে রজার বিনি-কে বোর্ড প্রধান হিসেবে বেছে নেওয়া হবে। তবে সেই ঘটনার পর কিছুটা বরফ গলেছে। সৌরভ জানিয়েছেন যে তিনি রাজনৈতিক অঙ্ককে এক করতে চান না। এই মুহূর্তে বিসিসিআই চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের লোকজন। বিজেপি-কে যদি সৌরভ বলেন যে 'আমি এখনই বিজেপি-তে যোগ দেব না, আগামিদিনে বিজেপি-র হয়ে প্রচার করব! কিংবা আমার পরিবারের কেউ বিজেপি-তে যুক্ত হবেন! কিংবা আমি রাজ্যসভায় মনোনয়ন পেলে রাজি!' তাহলে রাত দশটার মধ্যেই সৌরভ আইসিসি যাওয়ার সবুজ সংকেত পেয়ে যাবেন। কিন্তু সেটা হচ্ছে না। সৌরভ হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন যে কোনও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাঁকে জড়িয়ে ফেলা যাবে না। তবে এরপরেও আমার খবর কিছুটা বরফ গলেছে। এখন আগামি দুই দিন কী হয় সেই দিকেই সবার নজর থাকবে। আগামি দুই দিনের মধ্যে নয়াদিল্লির লোকজন সৌরভকে যোগ্যতম মানুষ হিসেবে আইসিসি-তে পাঠাবে, নাকি বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে কাজ চালিয়ে যাবেন। এটা আগামি ৪৮ ঘন্টায় ঠিক হয়ে যাবে।' 

শুক্রবার বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal) সৌরভের পাশে দাঁড়িয়েছেন। এই বিষয়টিও তাৎপর্যপূর্ণ বলে মনে করেন গৌতম। তাঁর প্রতিক্রিয়া, 'আইপিএল গভর্নিং কাউন্সিলের (IPl Governing Council) ভবিষ্যতের চেয়ারম্যান বলেছেন যে সৌরভের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। ওঁর সম্পর্কে কেউ বাজে কথা বলেনি। কিছুটা বরফ না গললে অরুণ ধুমাল সেই সাক্ষাৎকারই হত না। এখন ফের দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। দিল্লির লোকজন সৌরভের সেন্টিমেন্টকে মেনে নেয় কিনা সেটাই দেখার। সিএবি সভাপতি হওয়াই সৌরভের একমাত্র ভবিষ্যৎ সেটা আমি অন্তত মেনে নিতে পারলাম না। ওঁর জন্য এখনও আইসিসি-র দরজা খোলা আছে, তবে আগামি ৪৮ ঘন্টা অপেক্ষা করতেই হবে।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.