বিসিসিআইয়ের সর্বকালের স্বপ্নের একাদশে সৌরভের সঙ্গে এ কেমন আচরণ!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানরা এবার কী করবেন? তাঁরা কি মুখ বুজে সহ্য করবেন নাকি মুখে অন্তত প্রতিবাদটা করবেন? তার আগে জেনে নিন, বিষয়টা কী। কানপুর টেস্ট ছিল ভারতের ৫০০ তম খেলা টেস্ট ম্যাচ। তাই বিসিসিআই ঘোষণা করেছিল, আজ পর্যন্ত ভারতের হয়ে টেস্টে খেলা ক্রিকেটারদের নিয়ে একটা সর্বকালের সেরা একাদশ তৈরি করতে। সেইজন্য বিসিসিআই ক্রিকেটপ্রেমীদের ভোটও দিতে বলে। মানুষ যে যাঁর মতো ভোট দেয়। আজ কানপুর টেস্টের শেষ দিনে সেই সর্বকালের সেরা একাদশ ঘোষণা করল বিসিসিআই। আর সেই একাদশ থেকে কিন্তু সৌরভপ্রেমীদের ক্ষিপ্ত হওয়ার কথা। দল এরকম -

Updated By: Sep 26, 2016, 06:21 PM IST
বিসিসিআইয়ের সর্বকালের স্বপ্নের একাদশে সৌরভের সঙ্গে এ কেমন আচরণ!

ওয়েব ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানরা এবার কী করবেন? তাঁরা কি মুখ বুজে সহ্য করবেন নাকি মুখে অন্তত প্রতিবাদটা করবেন? তার আগে জেনে নিন, বিষয়টা কী। কানপুর টেস্ট ছিল ভারতের ৫০০ তম খেলা টেস্ট ম্যাচ। তাই বিসিসিআই ঘোষণা করেছিল, আজ পর্যন্ত ভারতের হয়ে টেস্টে খেলা ক্রিকেটারদের নিয়ে একটা সর্বকালের সেরা একাদশ তৈরি করতে। সেইজন্য বিসিসিআই ক্রিকেটপ্রেমীদের ভোটও দিতে বলে। মানুষ যে যাঁর মতো ভোট দেয়। আজ কানপুর টেস্টের শেষ দিনে সেই সর্বকালের সেরা একাদশ ঘোষণা করল বিসিসিআই। আর সেই একাদশ থেকে কিন্তু সৌরভপ্রেমীদের ক্ষিপ্ত হওয়ার কথা। দল এরকম -

আর সেটা দেখেই রাগটা হতে পারে দাদাপ্রেমীদের। কারণ, যুবরাজ সিং দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে থাকলেন! আর সৌরভ সেই দলে সুযোগই পেলেন না! জীবনে ৪০ টেস্ট ম্যাচ খেলে যুবরাজ রান করেছেন ১৯০০। গড় ৩৩.৯২। আর সেখানে সৌরভ দেশের হয়ে ১১৩ টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭২১২। গড় ৪২.১৭। সেই মানুষটা দলেই নেই। আর যুবরাজ সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলে ১২ নম্বর ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়ে গেলেন!

আরও পড়ুন যে ১০টা ছবি দেখলে মাথা ঘুরে যাবে ভাবতে

.