উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে হারাল স্পেন
দানি কারভাহালের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান লুক শ।
নিজস্ব প্রতিবেদন : উয়েফা নেশনস লিগের শুরুটা ভালো হলো না রাশিয়া বিশ্বকাপের সেমি ফাইনালে খেলা ইংল্যান্ডের। গ্যারেথ সাউথগেটের দলকে হারিয়ে স্পেনের কোচ হিসেবে জয় দিয়ে অভিষেক হল লুই এনরিকের। লন্ডনের ওয়েম্বলিতে লিগে গ্রুপ-৪ এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জেতে স্প্যানিশরা।
আরও পড়ুন - এবার মেক্সিকোয় কোচিংয়ে ফিরছেন মারাদোনা!
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে লড়াই। ১১ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পাল্টা জবাব দিতে বেশি দেরি করেনি স্পেন। ১৩ মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে সাউল নিগেসের গোলে সমতায় ফেরে স্পেন। অধিকাংশ সময় বল দখলে রেখে স্প্যানিশরা বারবার আক্রমণ করতে থাকে। এরই মাঝে ৩৫ মিনিটে থিয়াগো আলকান্তারার ফ্রি-কিকে গোল করে স্পেনকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো।
Update on @LukeShaw23:
Luke is awake and alert, having been assessed by our doctor and given an X-ray.
He'll stay with us overnight for further observation, with another update to come in the morning. pic.twitter.com/OZ7EV1SDWb
— England (@England) September 8, 2018
দ্বিতীয়ার্ধের শুরুতে হেড করতে গিয়ে প্রতিপক্ষের দানি কারভাহালের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান লুক শ। পড়েনও বেকায়দায়। বেশ কিছুক্ষণ ধরে মাঠে প্রাথমিক চিকিৎসা চলার পর তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পরিবর্তে নামেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ড্যানি রোজ। বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্বকাপের সেমি ফাইনালিস্টদের। ওয়েম্বলিতে ৬৭ বছরের জয়ের খরা কাটাল লা রোজারা।