Umran Malik: 'ব্য়াটারকে ভয় দেখানোই আমার কাজ'! হুঙ্কার আগুনে উমরানের

উমরান মালিকের (Umran Malik) বোলিংয়ে মোহিত বাইশ গজ।

Updated By: Apr 18, 2022, 08:21 PM IST
 Umran Malik: 'ব্য়াটারকে ভয় দেখানোই আমার কাজ'! হুঙ্কার আগুনে উমরানের
আগুন জ্বালাচ্ছেন উমরান মালিক

নিজস্ব প্রতিবেদন: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএলে (IPL 2022) প্রতি ম্য়াচেই চমকে দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তরুণ পেসার উমরান মালিক  (Umran Malik)। 'শ্রীনগর এক্সপ্রেস'-এর (Srinagar Express) আগুনে পেসে পঞ্জাব কিংস (Punjab Kings) ভস্মীভূত হয়ে গিয়েছিল গত রবিবার। 

২৮ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ওভারে মেডেন দিয়ে ফের ক্রিকেট মহারথীদের হৃদয়ে আলাদা জায়গা করে নেন বছর বাইশের বোলার। হয়েছেন ম্যাচের সেরাও। ম্যাচের পর উমরান বলছেন যে, তাঁর কাজটা ঠিক কী! উমরান এক কথায় উত্তর দিয়েছেন। তিনি বলছেন, "আপনা কাম হি হ্যায় ব্য়াটসম্যান কো ডরানে কা হ্য়ায়।" বাংলায় তর্জমা করলে দাঁড়ায়,  "ব্য়াটারকে ভয় দেখানোই আমার কাজ"! উমরানে মোহিত হয়েছেন হরভজন সিং। ভারতের প্রাক্তন মহারথী মনে করছেন উমরান আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতম দাবিদার।

আইপিএল-এ ১৫ বছরের ইতিহাসে ৯০০-র অধিক ম্যাচে এই নিয়ে মাত্র তৃতীয়বার কোনও বোলার ২০তম ওভারে মেডেন দিলেন। এই পরিসংখ্যানই উমরানের কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।  ১৫০-র আশেপাশে বল করা কোনও বোলারই যে কোনও দলের সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, কিন্তু এ মরশুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আরও পড়ুন: Umran Malik, IPL 2022: কেন 'শ্রীনগর এক্সপ্রেস'-এর সঙ্গে Waqar Younis-এর তুলনা করলেন Irfan Pathan? জেনে নিন

আরও পড়ুনSunil Narine: এই বিধ্বংসী ভারতীয় ব্য়াটার বেগ দিয়েছেন 'মিস্ট্রি স্পিনার'কে! নাম জানালেন নারিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.