পাকিস্তানের এই বিখ্যাত ক্রিকেটার এবার পাকাপাকিভাবে থাকবেন ভারতে!

পাকিস্তানের স্পিনার দানিশ কানোরিয়ার কথা মনে আছে? দানিশই ছিলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার৷ ক্রিকেটপ্রেমীরা তো বটেই আম জনতাও জানে দানিশের জাদুতে অনেট ম্যাচ জিতেছে পাকিস্তান৷ সেই দানিশ এবার ভারতে পাকিপাকিভাবে থাকতে চলেছেন৷ ইতিমধ্যেই সপরিবারে দানিশ নাকি ভারতে চলেও এসেছেন৷ অন্তত এমনটাই খবর এক পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে৷ দানিশ নাকি বলেছেন, তিনি পাকিস্তানে সুবিচার পাচ্ছেন না৷ তাই ভারতে থাকতে চান৷ তবে দানিশের ভাই এই খবর অস্বীকার করে জানিয়েছেন, এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তার ভাই দানিশ ভারতে গিয়েছেন, ক দিনের মধ্যেই তিনি পাকিস্তানে ফিরবেন৷

Updated By: Jun 1, 2016, 12:57 PM IST
পাকিস্তানের এই বিখ্যাত ক্রিকেটার এবার পাকাপাকিভাবে থাকবেন ভারতে!

ওয়েব ডেস্ক: পাকিস্তানের স্পিনার দানিশ কানোরিয়ার কথা মনে আছে? দানিশই ছিলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার৷ ক্রিকেটপ্রেমীরা তো বটেই আম জনতাও জানে দানিশের জাদুতে অনেট ম্যাচ জিতেছে পাকিস্তান৷ সেই দানিশ এবার ভারতে পাকিপাকিভাবে থাকতে চলেছেন৷ ইতিমধ্যেই সপরিবারে দানিশ নাকি ভারতে চলেও এসেছেন৷ অন্তত এমনটাই খবর এক পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে৷ দানিশ নাকি বলেছেন, তিনি পাকিস্তানে সুবিচার পাচ্ছেন না৷ তাই ভারতে থাকতে চান৷ তবে দানিশের ভাই এই খবর অস্বীকার করে জানিয়েছেন, এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তার ভাই দানিশ ভারতে গিয়েছেন, ক দিনের মধ্যেই তিনি পাকিস্তানে ফিরবেন৷

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত হয়ে আজীবন নির্বাসিত হয়ে রয়েছেন দানিশ৷ নির্বাসন থেকে মুক্তির জন্য বিসিসিআইয়ের সাহায্য চাইছেন তিনি৷ কানোরিয়ার বিশ্বাস একমাত্র ভারতই পারে এই নির্বাসন থেকে মুক্ত করতে৷ ফের ক্রিকেটের মূতস্রোতে ফেরার জন্য ভারতের দ্বারস্থ হয়েছেন পাক স্পিনার৷ কানোরিয়া জানিয়েছেন, পাক ক্রিকেট বোর্ড নাকি তাঁর ধর্মের কারণেই সাহায্য করেছে না৷

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলে ২৬১টি উইকেট সংগ্রহ করেছেন দানিশ৷

.