World record | Narayan Jagadeesan | Tamil Nadu: নারায়ণের লীলায় বেঙ্গালুরুতে বিশ্বরেকর্ড, ৫০ ওভারে উঠল ৫০৬!

World record: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে এদিন বিশ্বরেকর্ডের ছড়াছড়ি হল। তামিলনাড়ু বনাম অরুণাচল প্রদেশ লেখা হল একের পর এক ইতিহাস।

Updated By: Nov 21, 2022, 04:12 PM IST
World record | Narayan Jagadeesan | Tamil Nadu: নারায়ণের লীলায় বেঙ্গালুরুতে বিশ্বরেকর্ড, ৫০ ওভারে উঠল ৫০৬!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ও অরুণাচল প্রদেশ (Tamil Nadu vs Arunachal Pradesh) বিজয় হাজারে ট্রফির এই ম্যাচ দেখল একাধিক বিশ্বরেকর্ড। সোমবার টস হেরে তামিলনাড়ু প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তুলেছিল ২ উইকেট হারিয়ে ৫০৬। লিস্ট এ ক্রিকেটে আজ পর্যন্ত এত রান করেনি বিশ্বের কোনও দল। তামিলনাড়ুর এই রানের নেপথ্যে দুই কারিগর- সাই সুদর্শন (Sai Sudharsan) ও নারায়ণ জগদীসন (Narayan Jagadeesan)। নারায়ণ-সুদর্শন অরুণাচলের বোলারদের এদিন ক্লাবস্তরে নামিয়ে আনলেন। উইকেটকিপার-ব্যাটার নারায়ণ ১৪১ বলে ২৭৭ রান করলেন। ২৫টি চার ও ১৫টি ছয় মারলেন। ব্যাট করলেন ১৯৬.৪৫-এর স্ট্রাইক রেটে। অন্যদিকে সুদর্শনের ব্যাট থেকে এল ১০২ বলে ১৫৪ রান। ১৯টি চার ও ২টি ছক্কা হাঁকালেন সুদর্শন। স্ট্রাইক রেট ছিল ১৫০.৯৮। তামিলনাড়ুর এই রান তাড়া করতে নেমে অরুণাচল ৭১ রানে গুটিয়ে যায়। মাত্র ২৮.৪ ওভার ব্যাট করতে পারে তারা। তামিলনাড়ু জেতে ৪৩৫ রানে। ৫ উইকেট নেন এম সিদ্ধার্থ।

আরও পড়ুন: BCCI sacks selection committee: রোহিত-দ্রাবিড় বেঁচে গেলেও, চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলল বোর্ড

দেখে নেওয়া যাক এদিন কী কী রেকর্ড হল চিন্নাস্বামীতে: 

১) জগদীসন-সুদর্শনের যুগলবন্দিতে এদিন স্কোরবোর্ডে উঠল ৪১৬ রান। লিস্ট এ ক্রিকেটে যা সর্বাধিক রানের পার্টনারশিপ। দক্ষিণ আফ্রিকার মর্ন ভ্যান উইক ও ক্যামেরন ডেলপোর্ট অপরাজিত ৩৬৭ রানের জুটি বেঁধেছিলেন ২০১৪ সালে। ডলফিন্সদের হয়ে নাইটসদের বিরুদ্ধে ব্লোমফন্তেনে এই নজির গড়েন তাঁরা।

২)জগদীসন এদিন রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে লিস্ট এ ক্রিকেটে এতদিন সর্বাধিক রান ছিল রোহিতের। ২০১৪ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে।

৩) জগদীসন লিস্ট এ ক্রিকেটে এখন সর্বাধিক রানশিকারি। অ্যালিস্টার ব্রাউন ২০০২ সালে সারের হয়ে গ্ল্য়ামারগনের বিরুদ্ধে খেলার সময়ে ২৬৮ রান করেছিলেন। ভেন্যু ছিল কেনিংটন ওভাল।

৪) জগদীসন প্রথম ব্যাটার হিসাবে বিজয় হাজারের এক মরসুমে ৫টি শতরান করলেন। এর আগে দেবদত্ত পাডিক্কল, পৃথ্বী শ ও বিরাট কোহলির এক মরসুমে ৪টি সেঞ্চুরি আছে।

৫) জগদীসন প্রথম ব্যাটার হিসাবে টানা লিস্ট এ ক্রিকেটে ৫টি শতরান করলেন। অ্যালভিরো পিটারসেন, কুমার সঙ্গাকারা ও পাডিক্কলের রেকর্ড ভাঙলেন।

৬) জগদীসন বিজয় হাজারের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানশিকারি। পৃথ্বী শ ২০২১ সালে মুম্বইয়ের হয়ে পুদুচেরির বিরুদ্ধে জয়পুরে অপরাজিত ২২৭ করেছিলেন।
 
৭) জগদীসন এদিন ৪০টি চার মেরেছেন। লিস্ট এ ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ। রোহিত ও অ্যালেস্টার ব্রাউনের ৪২টি চার আছে।

৮) জগদীসন এই মুহূর্তে বিজয় হাজারাতে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি। ডান হাতি মারকুটে ব্যাটার ৬ ম্যাচে ৭৯৯ রান করেছে। গড় ১৫৯.৮০। জগদীসনের রয়েছে ৫টি সেঞ্চুরি। ২০২১ সালে পৃথ্বী ৮২৭ রান করেছিলেন।

৯) জগদীসন এদিন ১১৪ বলে দ্বিশতরান করেছেন। লিস্ট এ ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম তিনি। ২০২১ সালে ট্র্যাভিস হেড ডাবল সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে।
 
১০) জগদীসন এক ইনিংসে ১৫টি ছয় হাঁকিয়েছেন। ২০১৯ সালে যশস্বী জয়সওয়াল ১২টি ছয় মেরেছিলেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে।
  
১১) তামিলনাড়ু লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান করল। ইংল্যান্ডের স্কোর টপকে গেল তারা। চলতি বছর জুনে নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে ইংরেজরা ৪৯৮ রান করেছিলেন।

১২) তামিলনাড়ু ভারতের মাটিতে সর্বাধিক রান করার নজির গড়ল। ২০২১ সালে মুম্বই ৪৫৭/৪ করেছিল পুদুচেরির বিরুদ্ধে জয়পুরে। 
 
১৩) তামিলনাড়ু প্রথম দল হিসাবে লিস্ট এ ক্রিকেটে ৫০০ রান করল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.