টেস্ট দলে কামব্যাক লড়াকু জাদেজার, ফিরলেন ঋদ্ধি, যুবি ব্রাত্যই

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বাদ পড়ার পর অনেকেই বলেছিলেন, ধোনির প্রিয় পাত্র রবীন্দ্র জাদেজার জাতীয় দলে ফেরা কঠিন হবে। কিন্তু লড়াকু জাদেজা রনজি ট্রফিতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফিরে এলেন। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য গঠিত দলে জায়গা পেলেন সৌরাষ্ট্রের ২৭ বছরের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রনজিতে ব্যাট-বল হাতে উজ্জ্বল জাদেজার কামব্যাকের পিছনে অবশ্য যোগ্য প্রতিযোগির অভাবটাও স্পষ্ট হল।

Updated By: Oct 19, 2015, 05:06 PM IST
টেস্ট দলে কামব্যাক লড়াকু জাদেজার, ফিরলেন ঋদ্ধি, যুবি ব্রাত্যই

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বাদ পড়ার পর অনেকেই বলেছিলেন, ধোনির প্রিয় পাত্র রবীন্দ্র জাদেজার জাতীয় দলে ফেরা কঠিন হবে। কিন্তু লড়াকু জাদেজা রনজি ট্রফিতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফিরে এলেন। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য গঠিত দলে জায়গা পেলেন সৌরাষ্ট্রের ২৭ বছরের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রনজিতে ব্যাট-বল হাতে উজ্জ্বল জাদেজার কামব্যাকের পিছনে অবশ্য যোগ্য প্রতিযোগির অভাবটাও স্পষ্ট হল।

আইপিএলের যুগে নির্বাচকরা খুঁজতে ব্যস্ত পাঁচদিনের ক্রিকেটের জন্য ব্যাটে বলে সমান পারদর্শী এক অলরাউন্ডারের জন্য। কিন্তু এখনও সেই অলরাউন্ডারের খোঁজে সীমাবদ্ধ জাদেজার মধ্যেই। শ্রীলঙ্কায় চোট পেয়ে সিরিজের মাঝপথে দেশে ফেরত আসা বাংলার ঋদ্ধিমান সাহা প্রত্যাশামতই টেস্ট দলে ফিরলেন। তবে রনজিতে ভাল খেলেও জাতীয় দলের জন্য যুবরাজ সিংয়ের জন্য দরজা খুলল না। সিরিজের শেষ দুটি ওয়ানডেতে উমেশ যাদব বাদ পড়লেন, দলে এলেন শ্রীনাথ অরবিন্দ। শেষ দুটি ওয়ানডে-তে কোনও পরীক্ষানিরাক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা।

ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ বৃহস্পতিবার, চেন্নাইয়ে। শেষ ওয়ানডে রবিবার, মুম্বইয়ে। টেস্ট সিরিজ শুরু ৫ নভেম্বর থেকে।

প্রথম দুটি টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি, বরুন অ্যারন, ইশান্ত শর্মা।

শেষ দুটি ওয়ানডে-র জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দল- এমএস ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, হরভজন সিং, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, শ্রীনাথ অরবিন্দ, গুরকিরত‍ সিং।

------------------
The squad for first two Tests: Virat Kohli (capt), M Vijay, Shikhar Dhawan, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rohit Sharma, Wriddhiman Saha, Ravindra Jadeja, Amit Mishra, Bhuvneshwar Kumar, Umesh Yadav, KL Rahul, Stuart Binny, Varun Aaron, Ishant Sharma

ODI squad for last two matches: MS Dhoni (capt), Stuart Binny, Shikhar Dhawan, Virat Kohli, Bhuvneshwar Kumar, Axar Patel, Ajinkya Rahane, Suresh Raina, Ambati Rayudu, Mohit Sharma, Rohit Sharma, S Aravind, Gurkeerat Singh, Amit Mishra, Harbhajan Singh

.