Usman Khawaja, The Ashes 2023: পূজারা, রবি শাস্ত্রীর কোন রেকর্ড তালিকায় নাম লেখালেন অজি ওপেনার?

প্রথম ইনিংসে ৩২১ বলে ১৪১ রান করেন অজি ওপেনার। মেরেছিলেন ১৪টি চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় ইনিংসেও খোয়াজার দাপট বজায় ছিল। একদিক আগলে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৯৭ বলে ৬৫ রান। ৩১৮ মিনিটের এই ধৈর্যশীল ইনিংস ৭টি চার দিয়ে সাজানো ছিল। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 21, 2023, 03:00 PM IST
Usman Khawaja, The Ashes 2023: পূজারা, রবি শাস্ত্রীর কোন রেকর্ড তালিকায় নাম লেখালেন অজি ওপেনার?
প্রথম ইনিংসে দাপটের সঙ্গে শতরান। সেলিব্রেশন করছেন উসমান খোয়াজা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাজবল' ক্রিকেটকে সামনে রেখে আগ্রাসী মেজাজে শুরুটা করেছিল ইংল্যান্ড (England)। এজবাস্টনের (Edgbaston) বাইশ গজে আরও আগুনে মেজাজে বেন স্টোকসের (Ben Stokes) দলকে ২ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া (Asutralia)। আর এমন রুদ্ধশ্বাস জয়ে শেষ  দিকে বড় ভূমিকা নিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তবে উসমান খোয়াজা (Usman Khawaja) দুই ইনিংসে ব্যাটিং বিপ্লব না ঘটালে, অজিদের পক্ষে চলতি অ্যাশেজের (The Ashes 2023) প্রথম টেস্ট জেতা সম্ভব হত না। ম্যাচের সেরা খোয়াজা টেস্ট পাঁচদিন ব্যাট করার নজির গড়লেন। তাঁর আগে কিম হিউজ (Kim Hughes) ১৯৮০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করে নজির গড়েছিলেন। ফলে এই তালিকায় খোয়াজা হলেন দ্বিতীয় অজি ব্যাটার। যিনি এই কীর্তি গড়লেন। 

প্রথম ইনিংসে ৩২১ বলে ১৪১ রান করেন অজি ওপেনার। মেরেছিলেন ১৪টি চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় ইনিংসেও খোয়াজার দাপট বজায় ছিল। একদিক আগলে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৯৭ বলে ৬৫ রান। ৩১৮ মিনিটের এই ধৈর্যশীল ইনিংস ৭টি চার দিয়ে সাজানো ছিল। খোয়াজা পাঁচদিনই ব্যাটিং করে রেকর্ড গড়েন। এর আগে টেস্টে পাঁচ দিন ব্যাটিং করে নজির গড়েন ১২ জন ব্যাটার। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন ভারতীয়। 

আরও পড়ুন: Virat Kohli: অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে ১২ বছর পার! বিরাটের ১২টি অজানা তথ্য

আরও পড়ুন: Womens Emerging Asia Cup 2023: বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ার সেরা ভারতের প্রমীলাবাহিনী

প্রথম টেস্টের প্রথম দিন ৩৯৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয় ইংল্যান্ড। প্রথম দিনের শেষের দিকে কয়েক ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া। খোয়াজা সেদিন ৪ রানে অপরাজিত ছিলেন। গোটা দ্বিতীয় দিনই ব্যাটিং করে অস্ট্রেলিয়া। খোয়াজা দ্বিতীয় দিনেই শতরান করেন। ১২৬ রানে ক্রিজে ছিলেন তিনি। তৃতীয় দিন বৃষ্টির জন্য বেশিক্ষণ খেলা হয়নি। খোয়াজা  ১৪১ রান করে আউট হন তৃতীয় দিনেই। চতুর্থ দিনের শেষের দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করেন খোয়াজাও। বাঁহাতি ওপেনার ৩৪ রানে ক্রিজে ছিলেন। টেস্টের শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনেও ব্যাটিং করেন খোয়াজা। অপরদিকে যখন অজিরা একের পর এক উইকেট হারাচ্ছে, তখন অর্ধ শতরান করেন তিনি। 

তবে টেস্টের পাঁচ দিন ব্যাটিং করার রেকর্ড প্রথমে গড়েন ভারতের এমএল জয়সীমা। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড প্রথমে গড়েন তিনি। জয়সীমা ছাড়াও ভারতের প্রাক্তন তারকা রবি শাস্ত্রী ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ দিনই ব্যাটিং করেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চেতেশ্বর পূজারা পাঁচদিন ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখান। চলতি বছর খোয়াজার আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ দিন ব্যাটিং করে দৃষ্টান্ত স্থাপন করেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের তেজনারায়ণ চন্দ্রপলও পাঁচ দিন ব্যাটিং করে ইতিহাসের পাতায় নিজের নাম তোলেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন খোয়াজা। 

টেস্ট পাঁচ দিন ব্যাট করার নজির গড়া ১২জন ব্যাটারের কীর্তি......

              নাম                                      দেশ                          বিপক্ষ                        সাল 

১) এম এল জয়সীমা                         ভারত                       অস্ট্রেলিয়া                ১৯৬০

২) জিওফ্রে বয়কট                         ইংল্যান্ড                     অস্ট্রেলিয়া                ১৯৭৭

৩) কিম হিউজ                             অস্ট্রেলিয়া                    ইংল্যান্ড                   ১৯৮০ 

৪) অ্যালান ল্যাম্ব                           ইংল্যান্ড                     ওয়েস্ট ইন্ডিজ           ১৯৮৪

৫) রবি শাস্ত্রী                                  ভারত                         ইংল্যান্ড                    ১৯৮৪
       
৬) আদ্রিয়ান গ্রিফিথ                  ওয়েস্ট ইন্ডিজ              নিউ জিল্যান্ড            ১৯৯৯

৭) অ্যান্ড্রু ফ্লিনটফ                     ইংল্যান্ড                       ভারত                       ২০০৬ 

৮) অ্যালভিরো পিটারসেন         দক্ষিণ আফ্রিকা           নিউ জিল্যান্ড            ২০১২ 

৯) চেতেশ্বর পূজারা                     ভারত                             শ্রীলঙ্কা                 ২০১৭ 

১০) ররি বার্নস                             ইংল্যান্ড                         অস্ট্রেলিয়া              ২০১৯ 

১১) ক্রেগ ব্রেথওয়েট                ওয়েস্ট ইন্ডিজ                জিম্বাবোয়ে              ২০২৩ 

১২) তেজনারায়ণ চন্দ্রপল         ওয়েস্ট ইন্ডিজ               জিম্বাবোয়ে             ২০২৩ 

১৩) উসমান খোয়াজা                অস্ট্রেলিয়া                     ইংল্যান্ড                 ২০২৩ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.