৫ বছরের নতুন সচিন হঠাত্ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
১৫ বছর বয়েসে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। সেখানে ৫ বছর বয়সে অনুর্ধব ১৫ দলের হয়ে খেলে ভাইরাল হয়ে গেল দিল্লির রুদ্রপ্রতাপ। রুদ্রপ্রতাপ অবশ্য অতসব ভাবে না। বলে ওর সারাদিন ব্যাট করতে ইচ্ছা করে। আর কোনও বোলারকেই ভয় লাগে না। ও বাউন্সারের সামনে দারুণ শট খেলতে পারে।
ওয়েব ডেস্ক: ১৫ বছর বয়েসে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। সেখানে ৫ বছর বয়সে অনুর্ধব ১৫ দলের হয়ে খেলে ভাইরাল হয়ে গেল দিল্লির রুদ্রপ্রতাপ। রুদ্রপ্রতাপ অবশ্য অতসব ভাবে না। বলে ওর সারাদিন ব্যাট করতে ইচ্ছা করে। আর কোনও বোলারকেই ভয় লাগে না। ও বাউন্সারের সামনে দারুণ শট খেলতে পারে।
আরও পড়ুন- বরোদার কাছে ধরাশায়ী, কোচ-ক্যাপ্টেনকে নিয়ে হারের ময়নাতদন্তে সৌরভ
পাঁচ বছর বয়েসের রুদ্রপ্রতাপ শুধু খেলছে, একেবারে দাপটের সঙ্গে ব্যাট করছে। অনেকেই বলছেন, রুদ্রপ্রতাপ নাকি ১০-১২ বছরেই রনজি খেলবে। রুদ্র এতই ছোট যে ওর সাইজে চেস্ট গার্ড নেই, গ্লাভসও আঁটছে না। এর মাঝেই ও যেসব খেলছে তা দেখে চমকে যেতে হয়। দিল্লিতে ওকে সবাই ছোটা সচিন নামে ডাকে। দেখুন সেই সচিনের ব্যাটিং--