যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?

Updated By: Oct 13, 2017, 09:02 AM IST
যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?

ওয়েব ডেস্ক: টিকিটের অভাব। কিন্তু গ্যালারি ভরছে না। যুব বিশ্বকাপে টিকিটের চাহিদা নিয়ে ধন্দ বাড়ছে সমর্থকদের মধ্যে। যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার। টিকিটের অভাবে বহু ফুটবলপ্রেমি গ্যালারিতে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ টিভিতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের অনেকটা অংশই ফাঁকা। যুবভারতীই হোক কিংবা অন্য কোনও স্টেডিয়াম। গ্যালারি কিন্তু ভরছে না। এদিকে আয়োজকদের দাবি সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাহলে গ্যালারি ভরছে না কেন?

আরও পড়ুন আইপিএলেও খেলব না, অবসর ঘোষণা করে মন্তব্য নেহরার 

ধন্দ বাড়ছে সমর্থকদরে মধ্যে। আসলে টিকিটের একটা মোটা অংশ চলে যাচ্ছে স্পনসরদের কাছে। যুবভারতীর ক্ষেত্রে যার পরিমাণ প্রায় সাতাশ হাজার । আয়োজকদের তরফ স্পনসরদের কাছে আবেদন জানানো হয়েছে তাদের লোক না এলে টিকিট ফেরত দিয়ে দিতে। যাতে দর্শকদের সেই টিকিট বিক্রি করা যায়।

আরও পড়ুন  যুব বিশ্বকাপের মধ্যেই বেজে গেল আইলিগের দামামা

.