Tokyo Olympics 2020: সিঙ্গলস জয়ে ভারতের অলিম্পিক্স ইতিহাসে Sumit Nagal

নাগাল ভারতের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে সিঙ্গলস জেতার নজির গড়লেন এদিন।

Updated By: Jul 24, 2021, 03:10 PM IST
Tokyo Olympics 2020: সিঙ্গলস জয়ে ভারতের অলিম্পিক্স ইতিহাসে Sumit Nagal

নিজস্ব প্রতিবদেন: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতের হয়ে ইতিহাস লিখলেন সুমিত নাগাল (Sumit Nagal)। ২৫ বছরে এই প্রথম কোনও ভারতীয় অলিম্পিক্সে একটি সিঙ্গলস ম্যাচ জিতলেন।  নাগাল এদিন ২ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিনকে হারালেন ৬-৪ ৬-৭ (৬) ৬-৪ সেটে। দ্বিতীয় রাউন্ডে নাগাল খেলবেন ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে। নাগাল ভারতের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে সিঙ্গলস জেতার নজির গড়লেন এদিন।

প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে সিঙ্গলস জেতেন জিশান আলি (Zeeshan Ali)। ১৯৮০ সিওলে জিশান প্যারাগুয়ের ভিক্টর কাবালেরোকে হারিয়ে ছিলেন তিনি। এরপর অলিম্পিক্স সিঙ্গলস জেতার নজির গড়েন দেশের টেনিংস কিংবদন্তি লিয়েন্ডার পেজ (Leander Paes)। ১৯৯৬ সালে আটালান্টায় ব্রাজিলের ফার্নান্ডো মেলিগেনিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে হারান তিনি। এরপর আর কোনও ভারতীয় সিঙ্গলসে জয় পাননি আজ পর্যন্ত। এত বছর পর নাগাল সেই বিরল কৃতিত্বের অধিকারী হলেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ভারতকে ভারোত্তোলনে রুপো জিতিয়ে ইতিহাস লিখলেন Mirabai Chanu

অন্যদিকে এদিন ডাবলসে দুরন্ত জয়ে পেলেন ভারতের স্বাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাঁরা বিশ্বের তিন নম্বর চিনা তাইপেই জুটি ইয়াং লি ও চি-লিন ওয়াংকে হারিয়ে দিলেন এদিন। স্বাত্ত্বিকসাইরাজ-চিরাগের পক্ষে ফল ২১-১৬, ১৬-২১ ও ২৭-২৫। সিঙ্গলসে বি সাই প্রনীতের মুখোমুখি ইজরায়েলের মিশা জিলবেরমান। কিন্তু প্রনীতের জেতা হলো না। বিশ্বের ৪৭ নম্বরের কাছে প্রনীত হেরে গেলেন। ৪১ মিনিটের লড়াইয়ে ইজরায়েলির পক্ষে ফল ১৭-২১, ১৫-২১।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.