MS Dhoni: গতবার আইপিএলে ধোনিকে প্রণাম করা যশস্বী এবার কী করলেন?

কিংবদন্তি ক্রিকেটারের প্রতি যশস্বীর অগাধ সম্মান ও ভক্তি।

Updated By: Oct 3, 2021, 06:58 PM IST
MS Dhoni: গতবার আইপিএলে ধোনিকে প্রণাম করা যশস্বী এবার কী করলেন?
এমএস ধোনি

নিজস্ব প্রতিবেদন: আর পাঁচটা তরুণ ক্রিকেটারের মতোই যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) কাছে এমএস ধোনি (MS Dhoni) দেবতুল্য। গতবার আইপিএলে যশস্বী ম্যাচ শুরুর আগেই মাঠে ধোনিকে দেখে প্রণাম জানিয়ে নিজের সম্মান প্রকাশ করেছিলেন। 

যশস্বী বুঝিয়ে দেন যে, তিনি শুধু ধোনির একজন ফ্যানই নন, কিংবদন্তি ক্রিকেটারের প্রতি তাঁর অগাধ সম্মান ও ভক্তি। চলতি আইপিএলেও যশস্বী তাঁর ধোনি-প্রেমের প্রকাশ করলেন। বছর উনিশের উত্তরপ্রদেশের ক্রিকেটার ম্যাচের পর নিজের ব্যাটে ও জার্সিতে ধোনিকে দিয়ে অটোগ্রাফ করিয়ে নেন। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) টুইটারে সেই ছবি শেয়ার করেছে।

আরও পড়ুন: INDW vs AUSW, Pink-Ball Test: মিতালিদের গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ড্র

আরও পড়ুনIPL 2021: 'তৃতীয় আম্পায়ার কি মদ্যপ'? প্রশ্ন ফ্যানের, পাড়িক্কলের আউট নিয়ে মহাবিতর্ক!

রাজস্থান রয়্যালসের জার্সিতে যশস্বী ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নিজের ছাপও রাখেন। রুতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো সেঞ্চুরিতে চেন্নাই চার উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল। জবাবে রাজস্থান ভয়ঙ্কর ব্যাটিংয়ে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সাত উইকেটে। 

এভিন লুইস ও যশস্বী রান তাড়া করতে নেমে ৫.২ ওভারে ৭৭ রান তুলে ফেলেন। এভিন ২৭ রানে ফিরে যান। যশস্বী ২১ বলে দুরন্ত ৫০ রানের ইনিংস খেলেন। দুই ওপেনার ও তিনে নামা সঞ্জু স্যামসন ফিরে যাওয়ার পর, কা হাতে বৈতরণী পার করেন শিবম দুবে। ৪২ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন দুবে। লিগ টেবিলের মগডালে বসে থাকলেও স্রেফ বোলিং ব্যর্থতার জন্য রাজস্থান রয়্যালসের হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.