Umar Gul: রশিদ খানদের বোলিং কোচ হলেন প্রাক্তন পাক পেসার

নতুন দায়িত্বে প্রাক্তন পাক পেসার উমর গুল (Umar Gul) 

Updated By: Apr 1, 2022, 07:41 PM IST
Umar Gul: রশিদ খানদের বোলিং কোচ হলেন প্রাক্তন পাক পেসার
পাকিস্তানের জার্সিতে উমর গুল

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন জোরে বোলার উমর গুল (Umar Gul) আফগানিস্তানের জাতীয় দলের বোলিং কোচ ও পরামর্শদাতা হলেন। শুক্রবার টুইট বিবৃতি দিয়ে এই খবর জানিয়ে দিল রশিদ খানের দেশের ক্রিকেট বোর্ড। আগামী ৪ এপ্রিল আফগানিস্তানের জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি। 

গুলের কোচিং করানোর অভিজ্ঞতাও মন্দ নয়। পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League, PSL) কুয়েতা গ্ল্যাডিয়েটর্সকে (Quetta Gladiators) কোচিং করিয়েছেন। লঙ্কা প্রিমিয়র লিগে (Lanka Premier League, LPL) গল গ্ল্যাডিয়েটর্সেরও (Galle Gladiators) কোচ ছিলেন তিনি। কাশ্মীর প্রিমিয়র লিগেও (Kashmir Premier League , KPL) কাজ করেছেন গুল।

জানা যাচ্ছে আপাতত গুলকে তিন মাস দেখবে আফগানিস্তান। যদি তাঁর কাজে আফগান ক্রিকেট বোর্ড সন্তুষ্ট হয় তাহলে পাক বোলারের চুক্তি বাড়তে পারে। ৪০০ আন্তর্জাতিক উইকেটের মালিক জানিয়েছেন যে, তিনি নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত। নিজের অর্জিত জ্ঞানের ঝুলি উপচে দেবেন আফগান ক্রিকেটারদের জন্য়।

আরও পড়ুন: Shoaib Akhtar: 'Punjab Kings অনেকটা আমাদের Lahore Qalandars-এর মতো, কখনও জেতেনি'!

আরও পড়ুন Jasprit Bumrah: ব্যাটে থাকবে তাঁর নাম! বুমরার কথায় হতবাক রাজস্থানের অধিনায়ক-WATCH

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.