হল না স্বপ্ন পূরণ, ইউএস ওপেনের ফাইনালেও জোকারে এসে মুখ থুবড়ে পড়ল ফেড এক্সপ্রেস

হল না উইম্বলডন ফাইনালের উলটপুরান। আশা জাগিয়েও ইউএস ওপেনের ফাইনালেও সেই জোকভিচের কাছেই আত্মসম্পর্ণ করলেন রজার ফেডেরার। 

Updated By: Sep 14, 2015, 10:02 AM IST
হল না স্বপ্ন পূরণ, ইউএস ওপেনের ফাইনালেও জোকারে এসে মুখ থুবড়ে পড়ল ফেড এক্সপ্রেস

ওয়েব ডেস্ক: হল না উইম্বলডন ফাইনালের উলটপুরান। আশা জাগিয়েও ইউএস ওপেনের ফাইনালেও সেই জোকভিচের কাছেই আত্মসম্পর্ণ করলেন রজার ফেডেরার। 

যদিও আর্থার অ্যাশ স্টেডিয়ামের সিংহভাগ দর্শকই আজ গলা ফাটিয়েছিলেন ফেড এক্সপ্রেসেদ হয়ে। প্রথম সেট হেরে দ্বিতীয় সেটে রাজা রজার কামাল দেখানোর পরে সবাই ভেবেছিলেন ১৭টা গ্র্যান্ড স্লামের মালিকের ১৮ নম্বরটা বোধহয় এ যাত্রায় হয়েই গেল। কিন্তু, সে সুযোগ দিলেন না জোকার। বাকি দুটো সেট জিতে নিলেন ৬-৪, ৬-৪ এ। এই নিয়ে ১০টা গ্র্যান্ডস্লামের মালিক এখন জোকভিচ। এটি তার দ্বিতীয় ইউএস ওপেন সিঙ্গলস খেতাব। বছরের তিনটি মেজরই জিতি নিলেন তিনি। তার মধ্যে দুটোতে আবার ফাইনালে সর্বাকালের অন্যতম সেরা এক কিংবদন্তীকে হারিয়ে।

খেলার ফলাফল ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪। 

বেসলাইনে জোকারের অপ্রতিরোধ্য গতি আর এনার্জির কাছে এঁটে উঠতে পারলেন না ফেডেরার। ৩৪ বছরের কিংবদন্তী ৫৪টি আনফোর্সড এরর করেছেন আজ। অন্যদিকে ২৩টির মধ্যে ১৭টি ব্রেক পয়েন্ট রক্ষা করেছেন জোকোভিচ। 

তৃতীয় সেটে প্রাথমিকভাবে এগিয়ে গিয়েছিলেন ফেডেরার। সবাই যখন ভাবছিলেন ২-১ এখন শুধু সময়ের অপেক্ষা তখনই ফের ছন্দে ফেরেন জোকার। তারপর বাকিটা এখন ইতিহাস। 

.