রান না পাওয়ায় বিরাট 'পদস্খলন'
কেপটাউনে ব্যাটিং বিপর্যয়ের কারণে বিরাটের সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় 'স্থানচ্যুত' হয়েছেন পূজারাও।
ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে ৫, আর দ্বিতীয় ইনিংসে ২৮। কেপটাউনে রানমেশিনের ইঞ্জিন থামতেই অবনমন হল ভারত অধিনায়কের। রান না পেয়ে 'পদস্খলন' হল বিরাটের। বিশ্বের দুই নম্বর টেস্ট ব্যাটসম্যানের স্থান থেকে নেমে বিরাট এখন তিনে। তাঁর দখলে থাকা আসনের দখল নিলেন ইংলিশম্যান জো রুট। ৮৮০ পয়েন্টের অধিকারী বিরাটকে পিছনে ফেলে দুইয়ে এলেন ৮৮১ পয়েন্টের মালিক রুট। এমআরএফ আইসিসি তালিকায় এখনও এক নম্বরেই আছেন অ্যাসেজ সিরিজের নায়ক তথা ক্যাঙ্গারু ব্রিগেডের দলপতি স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৯৪৭।
আরও পড়ুন- ডনকে ছাপিয়ে বিশ্বসেরা আফগান বালক
এই তালিকায় বিরাটের পরেই আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম পাঁচে আছেন ভারতীয় দলের 'মিস্টার ডিপেন্ডেবল' চেতেশ্বর পূজারা। এমআরএফ আইসিসি তালিকায় প্রথম দশে আছেন একমাত্র প্রোটিয় ব্যাটসম্যান হাসিম আমলা। উল্লেখ্য, প্রথম দশ বিশ্বসেরাদের মধ্যে এই তালিকায় ৯ জনই ডান হাতি ব্যাটসম্যান। একমাত্র বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় আছেন মেলবোর্নে ইতিহাস গড়া প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।
আরও পড়ুন- বৃথা গেল লড়াই, মৃত্যু হল বিরাট ফ্যানের
উল্লেখ্য, কেপটাউনে ব্যাটিং বিপর্যয়ের কারণে বিরাটের সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় 'স্থানচ্যুত' হয়েছেন পূজারাও। বিগত মরশুমে অর্জিত ২৫ পয়েন্ট খুইয়ে নতুন বছরের শুরুতেই তিন থেকে পাঁচে নামলেন 'মিস্টার ডিপেন্ডেবল'। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাটে অসফল হাসিম আমলাও। আর সে কারণে দশে নেমেছেন এই তারকা ক্রিকেটারও।