মাঠে মাহির পরামর্শ নিয়েই স্ট্র্যাটেজি ঠিক করবেন বিরাট

অধিনায়কত্বের বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলেছেন। এবার তাই মহেন্দ্র সিং ধোনিকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পেতে চাইছেন ভারতের একদিনের দলের নয়া অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই চাপমুক্ত মাহিকে  দেখতে  চান কোহলি। বিরাট মনে করেন তার দলে এখনও ধোনির পরামর্শ প্রয়োজন আছে। মাঠে তিনি মাহির পরামর্শ নিয়েই স্ট্র্যাটেজি ঠিক করবেন।

Updated By: Jan 8, 2017, 11:18 PM IST
মাঠে মাহির পরামর্শ নিয়েই স্ট্র্যাটেজি ঠিক করবেন বিরাট

ওয়েব ডেস্ক : অধিনায়কত্বের বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলেছেন। এবার তাই মহেন্দ্র সিং ধোনিকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পেতে চাইছেন ভারতের একদিনের দলের নয়া অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই চাপমুক্ত মাহিকে  দেখতে  চান কোহলি। বিরাট মনে করেন তার দলে এখনও ধোনির পরামর্শ প্রয়োজন আছে। মাঠে তিনি মাহির পরামর্শ নিয়েই স্ট্র্যাটেজি ঠিক করবেন।

আরও পড়ুন অধিনায়ক হিসেবে ধোনির শেষ ম্যাচের সরাসরি সম্প্রচার চাইল সম্প্রচারকারী সংস্থা

তবে তার সবথেকে ভাল লাগছে ধোনিকে এই মুহুর্তে তিনি একজন চাপমুক্ত,আক্রমনাত্মক ক্রিকেটার হিসাবে পাবেন। এখানেই শেষ নয়। কোহলি তার ক্যাপ্টেনকে সম্মান জানাতে ব্যাটিং অর্ডারে উপরেও আনতে চাইছেন। তবে সেব্যাপারে আগে ধোনির সঙ্গে কথা বলতে চান কোহলি।

আরও পড়ুন  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে পাকিস্তান ক্রিকেট!

.