আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন কিন্তু বীরুর নবাবী ব্যাটিং চলছে, পেলেন সেঞ্চুরি

কী বলবেন সপাটে থাপ্পড় বিসিসিআই কর্তাদের গালে? কী বলবেন লোককে বুঝিয়ে দেওয়া ক্রিকেটটা তিনি আরও কয়েক বছর খেলতে পারতেন?  কী বলবেন বীরুর ব্যাট কখনও থেমে থাকে না? নাকি সত্যিই নজফগড়ের নবাব নবাবই থেকে গেলেন অবসরের পরও!

Updated By: Oct 22, 2015, 07:32 PM IST
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন কিন্তু বীরুর নবাবী ব্যাটিং চলছে, পেলেন সেঞ্চুরি

ওয়েব ডেস্ক: কী বলবেন সপাটে থাপ্পড় বিসিসিআই কর্তাদের গালে? কী বলবেন লোককে বুঝিয়ে দেওয়া ক্রিকেটটা তিনি আরও কয়েক বছর খেলতে পারতেন?  কী বলবেন বীরুর ব্যাট কখনও থেমে থাকে না? নাকি সত্যিই নজফগড়ের নবাব নবাবই থেকে গেলেন অবসরের পরও!
যা খুশি বলুন। বীরু যে বলাতে বিশ্বাসী নন। তিনি শুধু বিশ্বাসী নিজের উইলো পাওয়ারে।
তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৪৮ ঘণ্টাও হয়নি, অথচ বীরেন্দ্র সেহবাগের ব্যাটে ফের সেঞ্চুরি!
হ্যাঁ, রঞ্জি ট্রফিতে সেহবাগ এবারই প্রথম হরিয়ানার হয়ে খেলছেন। আর হিরয়ানার হয়ে প্রথম সেঞ্চুরিও পেলেন এদিন। মহীশূরে কর্নাটকের বিরুদ্ধে করলেন ১৩৬!
তাঁর জন্যই প্রথম দিনের শেষে কর্নাটকের বিরুদ্ধে ৮ উইকেটে ৩১৯ রান তুলল হরিয়ানা। এদিন তাঁর ব্যাটিংয়ের সময় কর্নাটকের দর্শকরাও মাঠে তুললেন বীরু, বীরু আওয়াজ। নবাব যে সব জায়গাতেই নবাব হন। হ্যাঁ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বলে, কিছু বোলার বাঁচল! সেটা বিসিসিআই যদি বুঝত! থাপ্পড়টা খাওয়ার পরও কি কর্তারা বুঝলেন না?

.