Shardul Thakur: নো-বলে আউট শার্দূল? সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

ফের একবার আম্পায়ারিং নিয়ে উঠল প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় উঠল বিতর্কের ঝড়!

Updated By: Dec 29, 2021, 05:24 PM IST
Shardul Thakur: নো-বলে আউট শার্দূল? সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়
শার্দূল ঠাকুর

নিজস্ব প্রতিবেদন: ১৬ রানের পুঁজি ও হাতে ৯ উইকেট নিয়ে চতুর্থ দিনের শুরুটা করেছিল ভারত। গতকালের অপরাজিত ব্যাটার কেএল রাহুল (৫) ও নাইটওয়াচম্যান শার্দূল ঠাকুর (৪) শুরু করেন। কিন্তু শার্দূল এদিন আর মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে যান। কাগিসে রাবাদার (Kagiso Rabada) বলে দ্বিতীয় স্লিপে খোঁচা দিয়ে বসেন শার্দূল। উইয়ান মালডার (Wiaan Mulder) দারুণ একটা ক্যাচ নেন। কিন্তু শার্দূল আউট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় রাবাদা ওভারস্টেপ করেছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। আম্পায়ারিং নিয়ে ফ্যানরা তুলে দেন প্রশ্ন।

আরও পড়ুন: Virat Kohli: বিদেশে অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হওয়ার ১০-এ ১০ করলেন, দেখে নিন মুহূর্তগুলো

ভারত প্রথম ইনিংসে করা ৩২৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯৭ রানে গুটিয়ে যায়। সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে মহম্মদ শামি একাই তুলে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ১৫১ রানে ৭ উইকেট হারিয়েছে। ভারত ২৮১ রানে এগিয়ে। (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.