দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে বে ওভালে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল মাউরি জনজাতি

ভারতীয় দলের সঙ্গে ছবিও তোলেন ১০০ বছর আগে নিউ জিল্যান্ডে চলে আসা মাউরি জনজাতির সদস্যরা।

Updated By: Jan 25, 2019, 05:56 PM IST
দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে বে ওভালে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল মাউরি জনজাতি
ছবি সৌজন্যে : টুইটার (বিসিসিআই)

নিজস্ব প্রতিবেদন :  শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। নেপিয়ারে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জেতার পর বৃহস্পতিবারই তরঙ্গার মাউন্ট মাউনগানুইতে চলে এসেছে টিম ইন্ডিয়া। শুক্রবার বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলকে ঐতিহ্য মেনে স্বাগত জানাল মাউরি সম্প্রদায়।

এই বে ওভার ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউ জিল্যান্ড। ০-১ এ সিরিজে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া শুক্রবার মাঠে নামলে ভারতীয় দলকে স্বাগত জানায় মাউরি সম্প্রদায়ের মানুষরা। পলিনেশিয়া ভূখণ্ডের এই বিশেষ জনজাতি তাঁদের প্রথা মেনে অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে বিরাট, রোহিতদের স্বাগত জানায়। ভারতীয় দলের সদস্যরাও তাদের সেই পারফরম্যান্স ক্যামেরাবন্দি করেন। বিসিসিআই টুইটারে সেই ভিডিও পোস্ট করেছে।

যেখানে দেখা যাচ্ছে তাদের পারফরম্যান্স শেষে ভারতীয় দলের প্রত্যেকের সঙ্গে মাথায়-মাথা ঠেকিয়ে স্বাগত জানানো হচ্ছে। এটাই তাদের রীতি। এরপর ভারতীয় দলের সঙ্গে ছবিও তোলেন ১০০ বছর আগে নিউ জিল্যান্ডে চলে আসা মাউরি জনজাতির সদস্যরা।

টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীও মাউরি জনজাতির কথা উল্লেখ করে সেই ছবি টুইট করেছেন।     

আরও পড়ুন - নাদাল বনাম জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মহারণের অপেক্ষায় টেনিস বিশ্ব

 

.